এআইইউবি ড্রামা ক্লাবের উদ্যোগে ‘এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫’ অনুষ্ঠিত

২৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ PM
এআইইউবিতে এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫ অনুষ্ঠিত

এআইইউবিতে এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫ অনুষ্ঠিত © টিডিসি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) -এর অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উদ্যোগে এআইইউবি ড্রামা ক্লাব তিন দিনব্যাপী আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতা ‘এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫’ আয়োজন করেছে।

গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধন করেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মিসেস নাদিয়া আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মঞ্জুর এইচ. খান, অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর ড. জিয়ারত এইচ. খান এবং বিশেষ সহকারী মিসেস শামা ইসলাম।

এরপর গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মঞ্জুর এইচ. খান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এম হামিদুল হক, এআইইউবি ড্রামা ক্লাবের উপদেষ্টা দীপ্তি রহমান, ক্লাবের সভাপতি রিফাত আল মোস্তাকিমসহ নির্বাহী কমিটির সদস্যরা বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার প্রথম দুই দিনে দেশের ১৫টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী নাট্যদলগুলো অংশগ্রহণ করে। আন্তঃকলেজ বিভাগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ প্রথম রানার-আপ এবং একাধিক কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল টিম অন্তিম-অগ্নিঝর দ্বিতীয় রানার-আপ হয়।

এছাড়া, আন্তঃবিশ্ববিদ্যালয় বিভাগে আইইউবি থিয়েটার চ্যাম্পিয়ন হয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) প্রথম রানার-আপ এবং তিতুমীর নাট্যদল দ্বিতীয় রানার-আপের স্থান অর্জন করে।

এর বাইরে, প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট অভিনেতা, পরিচালক ও লেখক তারিক আনাম খান; বাংলা একাডেমির অনুবাদক, কথাসাহিত্যিক ও সাহিত্য সমালোচক মোজাফফর হোসেন; যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিআইএসসি স্কুল অফ আর্টসের নাট্য বিভাগের ভিজিটিং স্কলার এ. এস. এম. মারুফ কবির; এআইইউবি-এর মিডিয়া ও গণযোগাযোগ বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজ মজুমদার; ইংরেজি বিভাগের প্রভাষক মিসেস শাহরিনা আফরিন সিদ্দিক এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিহাব সাকিব।

চবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
অনড় বাংলাদেশ, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসির
  • ১৭ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে তিনি দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে প্রেমের জেরে চলে গেলেন কলেজ ছাত্রী মীম
  • ১৭ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাদের ওপর হামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াতের পৌর আমির গ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9