শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতা, বিজয়ীরা পাবেন স্বর্ণ-রৌপ্য-কম্পিউটার পুরস্কার

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা
মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা  © সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের প্রতিভা অন্বেষণে শুরু হতে যাচ্ছে ‘মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা-২০২৬’। এতে তিন গ্রুপের বিজয়ীরা শিক্ষা বৃত্তির পাশাপাশি পাবেন স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক। এছাড়াও গ্রুপভিত্তিক চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠানকে একটি করে কম্পিউটার পুরস্কার দেওয়া হবে। 

বুধবার (১৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)- এর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি দেখুন এখানে

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কস অলরাউন্ডার মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণের একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। ২০০৮ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা বিভিন্ন বছরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এরই
ধারাবাহিকতায় মার্কস অলরাউন্ডার ২০২৬ শুরু হতে যাচ্ছে।

এতে বলা হয়, বাংলাদেশের সব জেলায় ১০০টি ভেন্যুতে মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি আঞ্চলিক রাউন্ডে আনুমানিক ১,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক রাউন্ডের প্রতিযোগিতা পর্যায়ক্রমে প্রতি শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, আঞ্চলিক পর্যায়ে গুপভিত্তিক বিষয়সমূহ যথাক্রমে চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা, উপস্থিত বক্তৃতা এবং সাংস্কৃতিক বিষয়াবলি। আঞ্চলিক পর্যায়ের অংশগ্রহণকারী থেকে বিভাগীয় পর্যায়ের জন্য বিজয়ী নির্বাচন এবং বিজয়ীদের সনদ ও স্মারক প্রদান করা হবে।

পুরস্কার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রুপভিত্তিক বিষয়গুলোর প্রত্যেকটিতে সেরা ৩ জনের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক। এছাড়াও ৩টি গ্রুপের বিজয়ীরা পাবেন শিক্ষাবৃত্তি এবং গ্রুপভিত্তিক চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার। মার্কস কর্তৃপক্ষ এই প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে (কপি সংযুক্ত)। বর্ণিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি বা অর্থ প্রদানের প্রয়োজন নেই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence