চুয়েটে যন্ত্রকৌশল বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু

চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করা হয়
চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করা হয়  © টিডিসি

আজ থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে ‘8th International Conference on Mechanical Engineering and Renewable Energy’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি-বিষয়ক তিন দিনব্যাপী এ সম্মেলনটি চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে এ সম্মেলন আয়োজিত হচ্ছে বলে জানা যায়। 

আজ ১০ ডিসেম্বর (বুধবার) বেলা ১১টায় চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড.সৈয়দ মোহাম্মদ আবুল ফয়েজ, সম্মানিত অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক  ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান এবং ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসাল্টেন্সির পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. বদিউস সালাম।

সম্মেলনের চেয়ার ও চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের সম্পাদক যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। এ ছাড়া বক্তব্য দেন জাপানের সাগা ইউনিভার্সিটির অধ্যাপক ড. আকিও মিয়ারা ও নরওয়ের আগডার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. তরে ভেহুস। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ। এতে সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহাদ বিন আজাদ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাভিয়া হাসান নভেলী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করার এবং দেশ ও সমাজের কল্যাণে নতুন কিছু করার এক অসাধারণ সুযোগ এসেছে। এই কনফারেন্স থেকে প্রাপ্ত সমাধানসমূহ আমাদের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক প্রযুক্তিগত উদ্ভাবনের মানচিত্রে আমাদের অবস্থানকে সুদৃঢ় করবে। আমি বিশ্বাস করি, এখানে যে জ্ঞান বিনিময় হচ্ছে তা সমাধানের সীমায় সীমাবদ্ধ থাকবে না, বরং নীতিনির্ধারণ, প্রযুক্তি এবং আগামী প্রজন্মের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।’

চুয়েট উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘টেকসই ও প্রযুক্তিনির্ভর শিল্প অর্থনীতিতে রূপান্তরের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। এ জন্য গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। এ ধরণের কনফারেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

সম্মেলনে অংশগ্রহণের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মহিদুল ইসলাম বলেন, ‘বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ওতপ্রোতভাবে জড়িত। এখান থেকে নতুন অনেক কিছু জানতে পারছি। দেশ-বিদেশের অনেক গবেষক এসেছেন। আশা করি নতুন আরো অনেক কিছু শিখতে পারব।’

অষ্টমবারের মতো আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, নরওয়ে, মালয়েশিয়াসহ প্রায় ৬ টি ভিন্ন দেশ থেকে যন্ত্রকৌশল বিভাগের অন্তত ৩৫০ জন শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। গবেষণা ও উদ্ভাবনী চিন্তার প্রসারে সম্মেলনে যোগ দিবেন ৭ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, যারা নবায়নযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন প্রযুক্তি, রোবোটিকস, বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেম এবং আধুনিক যন্ত্র প্রকৌশল নিয়ে তাদের ভাবনা ও গবেষণা তুলে ধরবেন। 

সম্মেলনে ৬টি কি-নোট সেশন, ১টি আমন্ত্রিত স্পিচ, ২৫টি কারিগরি সেশন হবে। সম্মেলনের প্রথম দিনে ১টি সেশন এবং দ্বিতীয় দিনে ২ টি সেশনে মোট ২৪১ টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এছাড়া দ্বিতীয় দিন, ২০ টির অধিক শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত হবে সেমিনার। এছাড়াও তৃতীয় দিন থাকবে রোবো রেস প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়েশন চ্যালেঞ্জ, ডিজাইন কনটেস্ট। এ ছাড়া অতিথি, গবেষক ও অংশগ্রহণকারীদের জন্য থাকবে কক্সবাজারে কনফরেন্স ট্যুরের ব্যবস্থা।

উল্লেখ্য, আন্তর্জাতিক এ সম্মেলনটিতে টাইটেল স্পন্সর  হিসেবে থাকছে কেওয়াই স্টিল। এ ছাড়া সোনালী ব্যাংক পিএলসি, মোবাইল, ওয়ালটন, নেসক্যাফে, ক্লিকসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence