জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: গ্রিন ইউনিভার্সিটির সম্মেলনে বক্তারা

২৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ AM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ AM
গ্রিন ইউনিভার্সিটিতে আইটিডি-২০২৫ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন

গ্রিন ইউনিভার্সিটিতে আইটিডি-২০২৫ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন © টিডিসি

‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক সমাজ মুখ্য ভূমিকা পালন করবে। গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবন সেই সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ। আর সেজন্য প্রয়োজন পারস্পারিক সহযোগিতা। জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে আন্তর্জাতিক সহযোগিতা এখন সময়ের দাবি।’  

গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) ২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ। জ্ঞান, গবেষণা, টেকসই ব্যবসা এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়নে চতুর্থবারের মতো এ  আয়োজন প্রতিষ্ঠানটির। সম্মেলনটির এ বছরের প্রতিপাদ্য ‘টেকসই ব্যবসা ও আইনের অগ্রগতি: উদীয়মান অর্থনীতিতে পরিবেশ, সমাজ এবং সুশাসনের সমন্বয়।’

এ সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মালয়েশিয়া, ভারতের গবেষকরা অংশগ্রহণ করেছেন। এতে পরিবেশ, আইন, মানবাধিকার, করপোরেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ-নৈতিকতা, টেকসই উন্নয়ন ও উদ্ভাবন নিয়ে গবেষকরা নিজেদের গবেষণা, মতামত ও চিন্তা তুলে ধরবেন। এবারের আইটিডি সম্মেলনে দেশ-বিদেশ থেকে প্রায় ১৯২টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১৩টি বাছাই করা হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

অনুষ্ঠানে জিইউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, ‘আইটিডি ২০২৫ আমাদের উদ্ভাবন, গবেষণা ও টেকসই উন্নয়নের যাত্রাকে আরও শক্তিশালী করবে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আন্তর্জাতিক সহযোগিতা এখন সময়ের দাবি, আর এই সম্মেলন সেই সহযোগিতারই একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।’

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সব ফি মওকুফ করল বরিশাল বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘উদীয়মান অর্থনীতিতে পরিবেশ, সমাজ ও সুশাসনের সমন্বয় অত্যন্ত জরুরি। এই সম্মেলনে উপস্থাপিত গবেষণা ও আলোচনাগুলো ভবিষ্যতের নীতি, শিক্ষা ও ব্যবসায়িক সিদ্ধান্তে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি।’

গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০২১ সালে আইটিডি সম্মেলনের যাত্রা শুরু হয়। আইটিডি সম্মেলনে জমা দেওয়া গবেষণাপত্রগুলো পরবর্তীতে গবেষণাভিত্তিক বিভিন্ন স্কোপাস জার্নালে প্রকাশিত হবে। প্রতিবারের মতো এবারও নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণাপত্রসমূহ পুরস্কৃত হবে।

প্রসঙ্গত, ২০০৩ সালে প্রতিষ্ঠিত গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদান করে আসছে। রাজধানীর অদূরে পূর্বাচল আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস অবস্থিত। প্রায় ২০০ জন অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক এবং পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী নিয়ে গ্রিন ইউনিভার্সিটি গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করে আসছে।

 

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধন
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি
  • ১৮ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের গ্র্যান্ড ফিনালে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9