ডিআইইউতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

বিশ্ববিদ্যালয়ের এসটিএসিতে উপাচার্যের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এ আয়োজনের
বিশ্ববিদ্যালয়ের এসটিএসিতে উপাচার্যের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এ আয়োজনের  © সংগৃহীত

চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম চালিকাশক্তি বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস (আইওটি) ও মেশিন লার্নিংকে সামনে রেখে ঢাকার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বিগ ডাটা, আইওটি ও মেশিন লার্নিং (বিআইএম ২০২৫)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এসটিএসিতে উপাচার্যের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এ আয়োজনের। এটি সম্মেলনের তৃতীয় আন্তর্জাতিক আসর।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) ও সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে অংশগ্রহণ ছিল ব্যাপক। ১৫টিরও বেশি দেশ থেকে মোট ৬৩১টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। পর্যালোচনা শেষে এর মধ্যে ২৫১টি প্রবন্ধকে গৃহীত হিসেবে নির্বাচিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ডিআইইউর শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের ৪০টিরও বেশি প্রবন্ধ চূড়ান্তভাবে প্রকাশের জন্য গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ডা. মো. সাইদুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মোহাম্মদ রাইস উদ্দিন, প্রফেসর ডা. ইউকি কাদোবায়াশি ও ডা. মোহাম্মদ আলী মনি। পাশাপাশি অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন আরও কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ।

সম্মেলনের বিভিন্ন টেকনিক্যাল সেশনে সমসাময়িক ও ভবিষ্যতপ্রস্তুত বিষয় নিয়ে আলোচনা হবে। দুপুরের পর থেকে অংশগ্রহণকারীদের জন্য থাকবে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এবং রিসার্চ পেপার উপস্থাপনা সেশন, যেখানে শিক্ষার্থীরা শিখতে পারবে নতুন গবেষণাধর্মী দিক ও ব্যবহারিক অভিজ্ঞতা।

এবারের সম্মেলনে Conference Chair হিসেবে দায়িত্ব পালন করছেন চুয়েটের অধ্যাপক ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন। আর Organizing Chair হিসেবে রয়েছেন ডিআইইউর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও বিসিএসের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মো. আব্দুল বাছেত।


সর্বশেষ সংবাদ