বিশ্ব ফার্মেসি দিবসে ডিআইইউতে বর্ণাঢ্য ফার্মেসি ফেস্ট

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ PM
বিশ্ব ফার্মেসি দিবস উপলক্ষে ডিআইইউতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়

বিশ্ব ফার্মেসি দিবস উপলক্ষে ডিআইইউতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় © সংগৃহীত

‘থিংক হেল্থ, থিংক ফার্মাসিস্ট’ স্লোগান সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ফার্মেসি ফেস্ট ২০২৫। বিশ্ব ফার্মেসি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পুরাতন ভবনের ক্যান্টিন প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব আয়োজন করা হয়।

দুপুর ১২টায় শুরু হওয়া মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আকবর হোসেন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সদস্য ডা. এস কাদের পাটোয়ারী, রেজিস্ট্রার প্রফেসর রফিকুল ইসলাম, প্রক্টর ও প্রভোস্ট প্রফেসর ড. সাজ্জাদ হোসেনসহ ফার্মেসি বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয় বাগানে পরিবেশবান্ধব গাছ রোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর পুরাতন ক্যাম্পাস থেকে বিশ্ব ফার্মেসি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নতুন ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় পুরাতন ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা যে ধরনের মেডিসিন ব্যবহার করি, তা সমাজ ও ঐক্যকে কাজ করতে বাধ্য করে। এই প্রজন্মকে মনে রাখতে হবে, পূর্ববর্তী প্রজন্ম তোমাদের জন্য ধারণা দিয়েছে, ওষুধ তৈরি করেছে। আজকের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দেশের উন্নয়নের বড় উদাহরণ।’

বিশ্ব ফার্মেসি দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘ফার্মেসি বিভাগ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আজ আমরা কম খরচে ওষুধ পাচ্ছি, যা ওষুধ নীতির ইতিবাচক দিক। তোমরা যারা ফার্মাসিতে পড়ছো, সারা পৃথিবী তোমাদের জন্য খোলা।’

অনুষ্ঠানের শেষ পর্বে ফার্মেসি ৩৬, ৩৭ ও ৩৮ ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা। উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য ও শিক্ষকেরা বিভিন্ন পোস্টার ঘুরে দেখেন এবং বিজয়ীদের হাতে সনদ তুলে দেন।

মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে হাফিজুর–রাহাদুল
  • ১৬ জানুয়ারি ২০২৬
পাওনা টাকা পরিশোধের চাপ দেওয়ায় গৃহশিক্ষিকা ও তার মাকে খুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউবিটিতে স্প্রিং-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
গাজীপুরে আইএসইউ’র এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সং…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে যেসব স্কলারশিপে
  • ১৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9