ডিআইইউতে ‘হিউম্যান জিনোম, ক্যানসার ও ইমিউনোথেরাপি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ PM
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বখ্যাত জেনেটিসিস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা স্যার ওয়াল্টার বোডমার

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বখ্যাত জেনেটিসিস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা স্যার ওয়াল্টার বোডমার © সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন হলে ‘হিউম্যান জিনোম, ক্যানসার ও ইমিউনোথেরাপি’ শীর্ষক একটি ঐতিহাসিক আন্তর্জাতিক সেমিনার সফলভাবে আয়োজন করেছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সেমিনারে মূল বক্তা ছিলেন বিশ্বখ্যাত জেনেটিসিস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা স্যার ওয়াল্টার বোডমার, পিএইচডি, এফআরসিপ্যাথ, এফআরএস।

স্যার ওয়াল্টার বোডমার, যার জেনেটিকস এবং ক্যানসার গবেষণায় অগ্রণী অবদান আধুনিক জৈব চিকিৎসা বিজ্ঞানকে নতুন রূপ দিয়েছে। তার এ সফরকালে তিনি ডিআইইউ নেতৃত্ব, অনুষদ এবং শিক্ষার্থীবৃন্দ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যতের একাডেমিক এবং গবেষণা সহযোগিতার বিষয়ে একাডেমিক আলোচনায়ও অংশগ্রহণ করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আইয়ুব অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহাবুব উল হক মজুমদার সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. বেল্লাল হোসেন ও  সেমিনারের আহ্বায়ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের প্রধান অধ্যাপক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন।

একটি অন্তর্দৃষ্টিপূর্ণ এবং অনুপ্রেরণামূলক মূল বক্তৃতা প্রদান করে স্যার ওয়াল্টার বোডমার সেমিনারে উল্লেখ করেন যে তার দক্ষতা এবং নির্দেশনা কেবল মানব জিনোম এবং ক্যানসার গবেষণা সম্পর্কে আমাদের ধারণাকে সমৃদ্ধ করেনি বরং আধুনিক চিকিৎসা সমাধান গঠনে উদ্ভাবনী জৈবপ্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৌশলের গুরুত্বপূর্ণ ভূমিকাও তুলে ধরেছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম আর কবির বলেন, মানব জেনেটিকস এবং ক্যানসার গবেষণায় স্যার ওয়াল্টার বোডমারের অগ্রণী অবদান বিশ্বজুড়ে বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে নতুন রূপ দিয়েছে এবং আমরা নিশ্চিত যে তার বক্তৃতা আমাদের জ্ঞানকে ব্যাপকভাবে সমৃদ্ধ করবে এবং আমাদের অনুষদ সদস্য এবং শিক্ষার্থীদের জন্য গবেষণার নতুন দিকনির্দেশনা অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, এই সেমিনারের বিষয়বস্তু-মানব জিনোম, ক্যানসার এবং ইমিউনোথেরাপি-আধুনিক বিজ্ঞানের অত্যাধুনিক ধারার প্রতিনিধিত্ব করে। জিন সম্পাদনা, আণবিক রোগ নির্ণয় এবং ইমিউনোথেরাপির দ্রুত অগ্রগতি কেবল জ্ঞানের সীমানা প্রসারিত করছে না বরং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ রোগীর জন্য নতুন আশার আলোও দিচ্ছে। বাংলাদেশের জন্য, বিশেষ করে ডিআইইউর জন্য, আমাদের তরুণ গবেষক এবং শিক্ষার্থীদের জ্ঞানের এই সীমানাগুলোয় প্রবেশাধিকার অর্জন করা অপরিহার্য যাতে তারা জাতীয় উন্নয়ন এবং বিশ্বব্যাপী বৈজ্ঞানিক সম্প্রদায় উভয় ক্ষেত্রেই অর্থপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি আরও বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, আমরা গবেষণা, উদ্ভাবন এবং বিশ্বব্যাপী সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সেমিনারে বিজ্ঞানী, গবেষক, স্বাস্থ্যসেবা পেশাদার এবং শিক্ষার্থীদের একত্রিত করে জেনেটিক্স এবং ক্যান্সার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অন্তর্দৃষ্টি বিনিময় করা হয়েছিল। এটি বিশ্বব্যাপী সহযোগিতা জোরদার করার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং জীবপ্রযুক্তির ক্ষেত্রে গবেষণায় বাংলাদেশের ভূমিকা বৃদ্ধির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

‘এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে’
  • ১৬ জানুয়ারি ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9