ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

২৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ PM
সম্মেলন অংশ নেওয়া অতিথিরা

সম্মেলন অংশ নেওয়া অতিথিরা © সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন (7th International Conference on Integrated Sciences–ICIS 2025)। এ সম্মেলনটি ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আইওইউ), দ্য গাম্বিয়ার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি তার বক্তব্যে বিজ্ঞান, ব্যবসা, প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে নৈতিক ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া ভিডিও বার্তা প্রদান করেন আইওইউ, দ্য গাম্বিয়ার আচার্য প্রফেসর ড. আবু আমিনা বিলাল ফিলিপস এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি), ইস্টার্ন ইউনিভার্সিটি এবং প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্যগণ, প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আইওইউ), দ্য গাম্বিয়ার ডেপুটি ভাইস চ্যান্সেলর (একাডেমিকস) প্রফেসর ড. মুহাম্মদ আহসান। আরও উপস্থিত ছিলেন রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ ইমাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

এ ছাড়া ড. মো. মুশাররফ হোসেন, উপদেষ্টা (এইচআর), আইসিডিডিআর,বি এবং সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্স (এফবিএইচআরও), অনুষ্ঠানে ডিস্টিংগুইশড স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন। 

সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন টেকনিক্যাল ও প্যারালাল সেশনে উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলোতে বিজ্ঞান, ব্যবসা, প্রযুক্তি ও ইসলামী দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. শফিকুর রহমান, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান, আইওইউ, দ্য গাম্বিয়া এবং কো-কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. আবু বিন ইহসান, চেয়ারপার্সন ও সহযোগী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, ইস্টার্ন ইউনিভার্সিটি। এ ছাড়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. আফরোজা বুলবুল, পরিচালক, রিসার্চ এবং পাবলিকেশন্স, আইওইউ, দ্য গাম্বিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, পেপার প্রেজেন্টার, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।

অনুষ্ঠানের শেষে আয়োজক কমিটি সম্মেলনের সব অতিথি, সহযোগী প্রতিষ্ঠান, গবেষক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9