ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘জুলাই স্মরণে’ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

আলোচনা সভায় অতিথিরা
আলোচনা সভায় অতিথিরা  © সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। আলোচনা সভায় জুলাই বিপ্লবের লক্ষ্যকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ওপর গুরুত্বরোপ করা হয়।

২১ জুলাই (সোমবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার।

এ ছাড়া বক্তব্য দিয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. সামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান প্রমুখ। বক্তারা জুলাই বিপ্লবের লক্ষ্যকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ওপর গুরুত্বরোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ অন্য শহীদদের আত্মত্যাগ, পঙ্গুত্ববরণ করা সংগ্রামীদের সাহসিকতা এবং এ আন্দোলনে ইস্টার্ন ইউনিভার্সিটিসহ সব শিক্ষার্থীর অগ্রণী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আলোচনায় উঠে আসে আন্দোলনের প্রেক্ষাপট, তাৎপর্য এবং এর অনন্য শিক্ষা।

আরও পড়ুন: ক্লাস শেষ হয়েছিল আগেই, প্রস্তুতি চলছিল কোচিংয়ের

অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক সৈয়দ হাবিব আনোয়ার পাশা। স্মৃতিচারণ করেন সে সময়কার আন্দোলনে জড়িত ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্যারিয়ার সার্ভিসেস এবং স্টুডেন্ট এফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর কে এম মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারপারসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ