ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর যোগদান

অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী
অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী  © সংগৃহীত

অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী আনুষ্ঠানিকভাবে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ শনিবার (২৪ মে) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ পদে নিয়োগ লাভ করেন তিনি।

দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মোল্লা, প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোঃ শামসুল হুদা, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, উপদেষ্টা, রেজিস্ট্রার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

যোগদানের পূর্বে অধ্যাপক ড. সোবহানী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার সোল প্লাতজে ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর, অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ-এর রিসার্চ ফেলো এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: ২ জুনের মধ্যে ডাকসু নির্বাচনের কমিশন, অনশন ভাঙলেন বিন ইয়ামিনসহ তিনজন

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে বেলজিয়ামের ইউনিভার্সিটি অব এন্টওয়ার্প থেকে প্রকল্প ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া (USM) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ড. সোবহানী আন্তর্জাতিক স্বীকৃত জার্নালগুলোতে প্রায় ১০০টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার গবেষণার মূল ক্ষেত্র হিসাববিজ্ঞান, কর্পোরেট প্রতিবেদন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR), মানবসম্পদ ব্যবস্থাপনা ও নেতৃত্ব।

এছাড়াও তিনি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA)’-এর সভাপতি এবং ‘ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (FBHRO)’-এর সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence