রিয়াল মাদ্রিদের নতুন কোচ, কে এই আলভারো আরবেলোয়া

১৩ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ AM
আলভারো আরবেলোয়া

আলভারো আরবেলোয়া © সংগৃহীত

জাবি আলোনসোর বিদায়ের পর রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন ৪২ বছর বয়সী আলভারো আরবেলোয়া। স্প্যানিশ এই কোচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

রিয়াল মাদ্রিদের সাবেক এই রাইট-ব্যাক ক্লাব এবং সমর্থকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সিতে তিনি ১২টি মৌসুম কাটিয়েছেন, যেখানে ২৩৮টি ম্যাচে মাঠে নেমে দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। ফুটবল থেকে অবসরের পর তিনি ক্লাবের সাথেই যুক্ত ছিলেন এবং গত কয়েক বছর রিয়ালের যুব দল ও রিয়াল মাদ্রিদ কাস্তিয়া’র কোচ হিসেবে কাজ করেছেন। তবে সিনিয়র ফুটবলে শীর্ষ পর্যায়ে কোচ হিসেবে এটিই তার প্রথম বড় পরীক্ষা।

জাবি আলোনসোর বিদায়ের নেপথ্যে কেবল মাঠের ফলাফল নয়, বরং ড্রেসিংরুমের উত্তপ্ত পরিস্থিতির বড় ভূমিকা ছিল বলে জানা গেছে। বার্সেলোনার কাছে সুপার কাপে হারের পর এই দ্বন্দ্ব চরমে পৌঁছায়। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হারের পর আলোনসো তার খেলোয়াড়দের নির্দেশ দিয়েছিলেন বার্সেলোনার খেলোয়াড়দের জন্য 'গার্ড অব অনার' দিতে। কিন্তু কিলিয়ান এমবাপ্পে কোচের নির্দেশ উপেক্ষা করে দল নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান। দলের বাকি খেলোয়াড়রাও এমবাপ্পেকে অনুসরণ করলে আলোনসোর কর্তৃত্ব বড় ধাক্কা খায়।

সাংবাদিক পেপে আলভারেজ দাবি করেছেন, আলোনসো দায়িত্ব নেওয়ার প্রথম কয়েক সপ্তাহ থেকেই ড্রেসিংরুমের সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে যথাযথ সম্মান পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত তারকা খেলোয়াড়দের অহমিকা এবং ক্রমাগত চাপের মুখে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। লিগে দ্বিতীয় অবস্থানে থাকা এবং চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার পরেও ক্লাবের নীতিনির্ধারকরা পরিস্থিতি সামাল দিতে এই পরিবর্তনকে অনিবার্য মনে করেছেন।

রিয়াল মাদ্রিদ এখন আরবেলোয়ার ওপর আস্থা রাখছে, কারণ তাকে ক্লাবের আদর্শ ও শৃঙ্খলার প্রতীক মনে করা হয়। তার প্রধান কাজ হবে ড্রেসিংরুমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মৌসুমের বাকি সময়ে দলের পারফরম্যান্স স্থিতিশীল করা। আরবেলোয়া ২০২৭ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন এবং ক্লাব তাকে কোনো অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নয়, বরং পূর্ণ মেয়াদে দায়িত্ব দিচ্ছে। তবে তার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ভর করবে মাঠের ফলাফল এবং খেলোয়াড়দের সঙ্গে তার রসায়নের ওপর।

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বিশ্বে অবস্থান তৃতীয়
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা: কৃষিবিদ তুহ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
ফর্সা হলে ১০-১৫ মিনিট, শ্যাম বর্ণদের ৩০ মিনিট রোদে থাকার পর…
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা আজ, অনুষ্ঠিত হবে দুই শহরে
  • ১৩ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার সময়সূচি, আসনসহ খুঁটিনাটি জেনে নিন
  • ১৩ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে হামলা ও খাবার লুট
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9