কাতারের লুসাইল স্টেডিয়াম © টিডিসি ফটো
ফিফা বিশ্বকাপের আগে কাতার আয়োজন করতে যাচ্ছে ‘কাতার ফুটবল ফেস্টিভাল’। নতুন এই টুর্নামেন্টে মুখোমুখি হবে দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি।
জানা গেছে, ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এতে মোট ছয়টি দেশ ছয়টি ম্যাচে অংশ নেবে। অংশগ্রহণকারী দলগুলো হলো আর্জেন্টিনা, স্পেন, কাতার, সৌদি আরব, মিশর ও সার্বিয়া। ২০২২ কাতার বিশ্বকাপে রূপকথার জন্ম দেওয়া লুসাইল স্টেডিয়ামেই ৩১ মার্চ আরেকটি ম্যাচ খেলবে লিওনেল মেসি-জুলিয়ান আলভারেজদের আর্জেন্টিনা, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক কাতার।
২০২৪ সালের জুলাইয়ে শেষ হওয়া কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরও এতদিন দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াই অনুষ্ঠিত হয়নি। কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা জেতে আর্জেন্টিনা, আর ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থবার চ্যাম্পিয়ন হয় স্পেন। ফলে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মতো বার্সেলোনার অতীত ও বর্তমান দুই তারকার মুখোমুখি হওয়ার বড় মঞ্চ তৈরি হয়েছে।
এই ফেস্টিভালে আর্জেন্টিনা ছাড়াও স্পেন একটি ম্যাচ খেলবে মোহাম্মদ সালাহর মিশরের বিপক্ষে। সৌদি আরব ও সার্বিয়াও টুর্নামেন্টে অংশ নেবে। সব মিলিয়ে ছয় দল ছয়টি ম্যাচ খেলবে কাতারের বিভিন্ন ভেন্যুতে।
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফিফা ফুটবল বিশ্বকাপ। এই প্রতিযোগিতাকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করতে চাইছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জুনের প্রথম দশকে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তাদের, সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্রের মাটিতে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ১ ও ১০ জুন লাস ভেগাসে মেক্সিকো ও মায়ামিতে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ খেলার ভাবনা রয়েছে, যদিও প্রতিপক্ষ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
এরই মধ্যে আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ৫০ সদস্যের প্রাথমিক স্কোয়াড তৈরির কথা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এএফএ স্টুডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইনজুরি ঝুঁকি বিবেচনায় রেখেই বড় তালিকা করা হয়েছে। ফিফার মার্চ উইন্ডোতে কাতার ফুটবল ফেস্টিভালের ম্যাচগুলোকে কাজে লাগিয়ে চূড়ান্ত দল গঠনের প্রস্তুতি নেবেন তিনি।