ফিনালিসিমায় স্পেন ও আর্জেন্টিনা ম্যাচের সূচি, ভেন্যু চূড়ান্ত
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ AM
ফিনালিসিমায় মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়াম, যেখানে ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।
বর্তমান ফিনালিসিমা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে এই ট্রফি জিতেছিল লিওনেল মেসির দল। এর আগে ১৯৮৫ সালে ফ্রান্স এবং ১৯৯৩ সালে আর্জেন্টিনা ফিনালিসিমার শিরোপা জয় করেছিল।
এই ম্যাচ দিয়ে ফুটবলপ্রেমীরা পেতে যাচ্ছেন আরেকটি বিশেষ মুহূর্ত। প্রথমবারের মতো মাঠে মুখোমুখি হবেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। বয়স, খেলার ধরন ও অবস্থানের কারণে ইয়ামালকে প্রায়ই মেসির সঙ্গে তুলনা করা হয়। দুজনই ডান উইংয়ে খেলেন, বাঁ পায়ের ফুটবলার এবং ১০ নম্বর জার্সি পরেন।
তবে এসব তুলনায় একেবারেই আগ্রহী নন ইয়ামাল। স্পেনের এই তরুণ ফরোয়ার্ড স্পষ্ট করে জানিয়েছেন, তিনি মেসি হওয়ার চেষ্টা করছেন না। ইয়ামাল বলেন, 'লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু আমি আমার নিজস্ব পথেই এগোতে চাই। তার মতো হতে বা খেলতে আমি চেষ্টা করছি না। মাঠে আমরা একে অন্যকে সম্মান করি।'
মাঠে প্রথমবার মুখোমুখি হলেও মেসি ও ইয়ামালের সম্পর্ক নতুন নয়। ২০০৭ সালে একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য শিশু ইয়ামালের সঙ্গে ছবি তুলেছিলেন মেসি, যা ২০২৪ ইউরোর সময় আবার ভাইরাল হয়। এছাড়া বার্সেলোনার একাডেমিতে থাকার সময় ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডেও মেসির সঙ্গে ইয়ামালের একাধিক ছবি রয়েছে।