স্টেডিয়ামের বরাদ্ধ স্থগিত, অনিশ্চয়তায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ PM
লাতিন-বাংলা সুপার কাপে বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচের পর সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলার পর জাতীয় স্টেডিয়ামের বরাদ্ধ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ফলে আগামী ১১ ডিসেম্বর আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই ক্লাবের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গতকাল সোমবার রাতে রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টারস ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোনের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে বিপত্তি বাধে ম্যাচ শেষে। আয়োজকদের রোষানলে পড়েন পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকরা। টি স্পোর্টস ও যমুনা টিভিসহ বেশ কয়েকজন সংবাদকর্মীকে কিল-ঘুষি মেরে ও ধাক্কা দিয়ে মাঠ থেকে বের করে দেন নিরাপত্তারক্ষীরা।
এই ঘটনার পরই নড়েচড়ে বসে এনএসসি। সংস্থার সহকারী পরিচালক (ক্রীড়া) মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ ডিসেম্বরের জন্য স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত করা হয়েছে। ওই দিন আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ও ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল।
এনএসসি জানিয়েছে, আয়োজক প্রতিষ্ঠান ‘এএফবি বক্সিং প্রমোশন’ শুধু সাংবাদিকদের ওপর হামলাই করেনি, ভেন্যু ব্যবহারের শর্তও ভঙ্গ করেছে। চুক্তি অনুযায়ী ম্যাচ শুরুর আগে টিকিট বিক্রির হিসাব ও ৫০ শতাংশ অর্থ জমা দেওয়ার কথা থাকলেও ৫ ও ৮ তারিখের ম্যাচে তা মানা হয়নি। এমনকি খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করার শর্তও তারা পালন করেনি।
বরাদ্দ বাতিলের পাশাপাশি মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে টিকিট বিক্রি, স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাবসহ এনএসসির পাওনা অর্থ বুঝিয়ে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে আয়োজকদের।