ইতালিকে অনিশ্চয়তায় ফেলে ২৮ বছর পর বিশ্বকাপে হালান্ডের নরওয়ে

১৭ নভেম্বর ২০২৫, ১০:০৯ AM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ১০:১৬ AM
নরওয়ে ফুটবল দল

নরওয়ে ফুটবল দল © সংগৃহীত

২৮ বছর পর বিশ্বকাপের টিকিট কাটল সময়ের অন্যতম সেরা খেলোয়ার আর্লিং হালান্ড নরওয়ে। সবশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। গতকাল রবিবার ইতালিকে ৪-১ গোলে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় তারা।

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ ‘আই’য়ে  ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট কাটল নরওয়ে। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে প্লে অফে খেলতে হবে ইতালিকে।

বাছাইপর্বে দারূণ ফর্মে ছিলেন আর্লিং হালান্ড। এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন তিনি। ৮ ম্যাচে নরওয়ের ৩৭ গোলের মধ্যে তার গোল ১৬টি। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ১৬ গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কি।

অন্যদিকে এই পরাজয়ে অনিশ্চত হয়ে পড়েছে ইতালির বিশ্বকাপে খেলা। গত দুটি বিশ্বকাপে খেলতে না পারা ইতালিকে এবারও দিতে হবে প্লে অফ পরীক্ষা।

এবারের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের গ্রুপে ফেভারিট ছিল ইতালি। গত দুই বিশ্বকাপে খেলতে না পারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপে অন্য দল ছিল নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া ও মলদোভা। ধারণা করা হচ্ছিল, এবার সরাসরি বিশ্বকাপে উঠে যাবে তারা। কিন্তু যে দলের কাছে হার দিয়ে শুরু, সেই নরওয়ের কাছে শেষ ম্যাচ হেরে খাদের কিনারায় পড়ে গেল ইতালি। আবারো খেলতে হবে প্লে অফে। আজ্জুরিদের ভাগ্য ঝুলিয়ে রেখে ২৮ বছর পর বিশ্বকাপে উঠেছে নরওয়ে।

এদিন বিশ্বকাপের মূলপর্বে খেলতে  ইতালিকে অন্তত ৯ গোলের ব্যবধানে জিততে হতো। ১১ মিনিটে পিও এস্পোসিতোর গোলে লিড নিয়ে বড় জয়ের আশায় বুক বেঁধেছিল তারা। প্রথমার্ধে তারা দাপট ধরে রেখেছিল। কিন্তু বিরতির পর বদলে গেল ম্যাচের চেহারা। দুই মিনিটের মধ্যে জোড়া গোল করেন হালান্ড। তার আগে পরে নরওয়ের দুটি গোল করেন আন্তোনিও নুসা ও জর্গেন স্ট্রান্ড লারসেন।

৬৩তম মিনিটে সোরলোথের বাড়ানো বলে নুসা সমতা ফেরান। বদলি নেমে বব তার ক্লাব সতীর্থ হালান্ডকে দিয়ে ৭৮তম মিনিটে গোল করান। পরের মিনিটে থর্সভেটের ক্রসে আবার জাল কাঁপান ম্যানসিটি স্ট্রাইকার। স্টপেজ টাইমে স্ট্রান্ড ইতালির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

গত জুনে ইতালির বিপক্ষে নরওয়ের ৩-০ গোলের জয়ে শেষ হয়েছিল লুসিয়ানো স্পালেত্তি অধ্যায়। তার উত্তরসূরি গেনারো গাত্তুসোকে এখন প্লে অফের প্রস্তুতি নিতে হবে।

 

 

 

 

বাড়ল স্বর্ণের দাম
  • ১০ জানুয়ারি ২০২৬
গুলি করে জামায়াত কর্মীকে হত্যা
  • ১০ জানুয়ারি ২০২৬
রাবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব স…
  • ১০ জানুয়ারি ২০২৬
‘ইব্রাহিম নবীর চেয়ে জামায়াত নেতার কোরবানি বড়’ মন্তব্য করা …
  • ১০ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই পে-স্কেল? আশা জিইয়ে রাখলেন অর্থ উপদেষ্টা
  • ১০ জানুয়ারি ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটির নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার স…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9