বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ভারতের, নেই ছেত্রী

০৫ নভেম্বর ২০২৫, ০৭:২৪ PM
ভারত-বাংলাদেশ ম্যাচ

ভারত-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ভারত, তবে কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রীর নাম এতে নেই। বুধবার নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ), নতুন কোচ খালিদ জামিল ছেত্রীকে দলে রাখেননি।

আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। এই ম্যাচকে ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা অনেকটাই বেড়েছে। তবে ভারতীয় দৃষ্টিকোণ থেকে এটি মূলত নিয়মরক্ষার ম্যাচ। কারণ, এশিয়ান কাপের মূলপর্বের আশা তাদের জন্য শেষ হয়ে গেছে।

গত অক্টোবরে সিঙ্গাপুরের কাছে ১–২ গোলে হারায় ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের নিচে নেমে যায় ভারত, চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ তাদের। বাংলাদেশও দুই পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষে হংকং ও সিঙ্গাপুর, যারা ৮ পয়েন্ট নিয়ে মূল পর্বের দৌড়ে রয়েছেন।

ভারতের দল আগামী বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে অনুশীলন ক্যাম্প শুরু করবে এবং ১৫ নভেম্বর তারা ঢাকায় পৌঁছাবে। ৪১ বছর বয়সী সুনীল ছেত্রী মার্চে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে ফেরেন, শিলংয়ে ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়। কিন্তু নতুন কোচ জামিলের অধীনে ছেত্রীকে সিএএফএ নেশনস কাপে এবং এবারও দলে রাখা হয়নি। 

সংবাদমাধ্যম ধারণা করছে, এটি হতে পারে ছেত্রীর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়, যদিও ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে তাকে ডাকাও হতে পারে। মূলত নতুনদের ওপর আস্থা রাখছেন জামিল। অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলার মোহাম্মদ সানানও এই সম্ভাব্য তালিকায় জায়গা পেয়েছেন।

ভারতের দল: 

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি, সাহিল

ডিফেন্ডার: আকাশ মিশ্র, অনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হমিংথানমাওইয়া রালতে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান

মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্দেজ, লালরেমত্লুয়াংগা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম

ফরোয়ার্ড: ইরফান যাদওয়াদ, লালিয়ানজুয়ালা চ্যাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং 

জরুরি বৈঠকে জামায়াতে ইসলামী
  • ১৭ জানুয়ারি ২০২৬
কোকোকে নিয়ে আমির হামজার বিতর্কিত বক্তব্যটি ২০২৩ সালের, ফের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
একই স্কুলে প্রতি বছর ভর্তি ফি, ফেসবুকে সরব প্রতিবাদ
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে সায়েন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
বিইউপির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9