শাবিপ্রবিতে ৯ জানুয়ারি থেকে এনআইডি নিবন্ধন শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের বিশেষ ব্যবস্থায় ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে এনআইডি নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধন কার্যক্রম চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। এক্ষেত্রে যারা এনআইডি তৈরিতে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে শুধুমাত্র তারাই এ নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে পারবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. কবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধনের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে বিশেষায়িত বুথ স্থাপন করা হবে। ৯ জানুয়ারি সকাল ১০টায় নিবন্ধন কার্যক্রম শুরু হবে। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুনঃ শাবিপ্রবিতে ভর্তি হতে শিক্ষার্থীদের দিতে হচ্ছে ডোপ টেস্ট

যারা নিবন্ধনের উদ্দেশ্যে কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে তাদের ছবি উত্তোলন, ফিঙ্গার ফ্রিন্ট ও স্বাক্ষর সংগ্রহসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে শিক্ষার্থীরা এনআইডি কার্ড হাতে পাবে। এজন্য আগে আসলে আগে পাবে ভিত্তিতে শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ