শাবিপ্রবিতে ভর্তি হতে শিক্ষার্থীদের দিতে হচ্ছে ডোপ টেস্ট
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ১১:৫৩ AM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২২, ১১:৫৩ AM
ডোপ টেস্টে উত্তীর্ণ হয়েই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকে সম্মান ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এদিকে ডোপ টেস্টের জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে বিশ্ববিদ্যালয়টি। ভর্তিচ্ছুরা সেখানে টেস্ট দিয়ে উত্তীর্ণ হলে তবেই ভর্তির বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন।
এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে আছে। শিক্ষার্থীকে ভর্তি হওয়ার আগে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। আমরা কোনও মাদকাসক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো না।
এদিকে বিজ্ঞান বিভাগের এ-১ ইউনিট দিয়ে ভর্তি শুরু হয়েছে শাবিপ্রবিতে। এবার ‘এ-১’, ‘এ-২’ ও ‘বি’ ইউনিটে মোট ১ হাজার ৫৮৭ আসনের বিপরীতে আবেদন করেন মোট ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী।
আরও পড়ুন- শাবিপ্রবিতে ভর্তি শুরু আজ
গতকাল সোমবার (৩ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, প্রথমদিন বিজ্ঞান বিভাগের এ-১ ইউনিটে মেধা তালিকায় ১ থেকে ৩৫০ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। এরপর বুধবার (৫ জানুয়ারি) মেধা তালিকায় ৩৫১ থেকে ৭৫০ পর্যন্ত, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ-১ ইউনিটে ৭৫১ থেকে ৯৫৫ এবং এ-২ ইউনিটে ১ থেকে ৩০ পর্যন্ত ডাকা হয়েছে।
এরপর রবিবার (৯ জানুয়ারি) বি ইউনিটে মানবিক বিভাগ থেকে মেধা তালিকার ১ থেকে ২৯৯ পর্যন্ত এবং সোমবার (১০ জানুয়ারি) বি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনে ১ থেকে ২২০ পর্যন্ত এবং ব্যবসায় বিভাগে ১ থেকে ৮৩ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। এরপর মঙ্গলবার (১১ জানুয়ারি) কোটায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হবেন।
আরও পড়ুন- ওমিক্রনে লকডাউন নয়, চালু থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
ড. মুশতাক বলেন, এবার আমরা গুচ্ছ পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করেছি। যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের প্রত্যেকের র্যাঙ্ক https://admission.sust.edu.bd ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তালিকায় থাকা সবাই ভর্তি হতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আসনের জন্য তালিকার র্যাঙ্ক অনুযায়ী শিক্ষার্থীদের ডাকা হবে।