বৃষ্টিপাত ও নদী নিয়ে নতুন তথ্য দিল পাউবো

  © টিডিসি সম্পাদিত

বৃষ্টিপাত নদ-নদী নিয়ে সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত এক নোটিশে একটি সতর্ক বার্তা দেওয়া হয়। 

নোটিশে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা নদীর পানিসমতল বৃদ্ধি পাচ্ছে অপরদিকে কুশিয়ারা, ভুগাই-কংস, ধনু- বাউলাই নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে; এবং নদীসমূহ প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আরও পড়ুন: ২৬ জেলায় বজ্রবৃষ্টির খবর জানাল আবহাওয়া অফিস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৩ দিন দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আগামী ৩ দিন উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা, ভুগাই-কংস এবং ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে,তবে নদীসমূহ প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই সময় অত্র অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।


সর্বশেষ সংবাদ