নেত্রকোনায় বসত ঘরে হামলা, আহত ৯
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১৭ PM

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বসত ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উলুয়াটি (মধ্যপাড়া) গ্রামের নজরুল ইসলামের নতুন বসত ভিটায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
আহতরা হলেন, নব নির্মিত ঘরের মালিক নজরুল ইসলাম (৫৬), নাসরিন (২৫) , হ্যাপি (৩৫), রফিকুল (৪০) ও সাইকুল (৩০)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে রফিকুল, নজরুল ও নাসরিনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করে উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ।
ভুক্তভোগী নজরুলের ভাই জসিম উদ্দিন বলেন, আমরা গরিব ও নিরীহ মানুষ। দিন এনে দিন খাই। আমরা ৭ ভাই এক সঙ্গে একই বাড়িতে থাকি। জায়গার স্বল্পতার কারণে অনেক কষ্ট করে এইটুকু জায়গা ক্রয় করে বাড়ি নির্মাণ করেছিলাম। কিন্তু আমাদের নতুন বাড়িটি আবু সাদেক, খোকন, মুকুল, ফয়সাল দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে।
এতে বাধা দিতে গেলে আমার ভাই ও ভাবিদের গুরতর আহত করে। বিশেষ করে আমার ভাই নজরুল ময়মনসিংহ মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত খোকন মিয়ার স্ত্রী মোমেনা আক্তার (৫০) বলেন, ‘এই জায়গা আমার মামা শ্বশুরের। কিন্তু এর ওয়ারিশান আমরাও। আমাদেরকে না জানিয়ে এই জায়গা বিক্রি করে দেয় নজরুলের কাছে, এটা ঠিক হয়নি।’
অভিযুক্ত আবু সাদেক বলেন, ‘এই জায়গা নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। কোন ভাবেই এই জায়গা বিক্রি ও ক্রয় করতে পারেন না কেউ। তাই আমরা বাধা দিয়েছি। আমাদের তিনজন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনার সম্পর্কে ইতোমধ্যে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’