বাংলাদেশের উন্নতির জন্য ভূমিকা রাখছেন ড. ইউনূস- ট্রাম্পের কন্ঠ নকল করে প্রচার ফেসবুকে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ মে ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করা হচ্ছে। ভিডিওতে ট্রাম্পের কণ্ঠে বলা হয়, “ড. ইউনূস বাংলাদেশের উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখছেন।”
তবে, ভিডিওটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, কণ্ঠস্বরটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কণ্ঠের টোনে একঘেয়েমি, আবেগের অভাব এবং উচ্চারণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত এআই-নির্মিত কণ্ঠের বৈশিষ্ট্য। এছাড়া, ভিডিওতে ট্রাম্পের ঠোঁটের নড়াচড়া ও কণ্ঠস্বরের মিল ঠিক না থাকায় এটি ডিপফেক ভিডিও হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, “ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর, একজন সুপরিচিত নেতা, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন।”
তবে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ড. ইউনূসের প্রশংসা করে এমন কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি। ফলে, ভিডিওটি বিভ্রান্তিমূলক এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।