দ্য ডিসেন্ট’র ফ্যাক্ট চেক

ভাইরাল হওয়া ভুয়া ছবির ভিত্তিতে ছাত্রদল নেতা গ্রেফতার, অত:পর মুক্ত

১৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ AM
বাম পাশে পিস্তল হাতে এডিটেড ছবি, ডান পাশে আসল ছবি

বাম পাশে পিস্তল হাতে এডিটেড ছবি, ডান পাশে আসল ছবি © সংগৃহীত

গত ৭ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শওকত আলী নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ,  সামাজিক মাধ্যমে অস্ত্রসহ তার ছবি ভাইরাল হয়েছে।

তার গ্রেফতারের খবরটি বিডিনিউজ২৪, যুগান্তর, চট্টগ্রামের সিপ্লাস টিভিসহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। 

৭ জানুয়ারি বিডিনিউজ২৪-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, “অস্ত্র হাতে শওকতের ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা দেখেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে সেনাবাহিনী।"

পুলিশের বরাতে আরও বলা হয়েছে, শওকতকে গ্রেপ্তার করলেও এখনো অস্ত্রটি উদ্ধার করা যায়নি। তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে, অস্ত্র হাতে শওকতের যে দুটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে এবং পুলিশের বরাতে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ভুয়া। মূলত, শওকতের ফেসবুক প্রোফাইলে প্রকাশিত পুরনো দুটি ছবি এডিট করে তাতে অস্ত্র যুক্ত করা হয়েছে।

এডিট করা ছবিগুলো ফেসবুকে ছড়ানোর প্রেক্ষিতে গত ১২ নভেম্বর রাঙ্গুনিয়া থানায় জিডি করেছিলেন শওকত। 

তবে এসবের পরও তাকেই উল্টো গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে আদালত থেকে মুক্তি পান তিনি। 

বিডিনিউজের খবরের সাথে দুটি ছবি প্রকাশ করা হয়েছে যেখানে শওকত আলীকে অস্ত্র হাতে হাসিমুখে দেখা যাচ্ছে।

কিন্তু দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে, শওকতের এই ছবি দুটির একটি গত ২০২৪ সালের এর ৫ আগস্টের। ছবিটি শওকত নিজেই তার প্রফাইলে আপলোড করে ক্যাপশন দিয়েছিলেন, “স্বাধীন বাংলা হয়েছে স্বাধীন ২০২৪.০৮.০৫"। 

পরে সেই ছবিটি এডিট করে বন্দুক যুক্ত করে সামাজিক মাধ্যমে ছড়ানে হয়। 

আরেকটি ছবি তিনি নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন একই বছরের ১৪ সেপ্টেম্বর। সেটিও এডিট করে একটি অস্ত্র যুক্ত করা হয়েছে।

শওকত আলী দ্য ডিসেন্টকে বলেছেন, “এসব ছবির সঙ্গে পরবর্তীতে এআই প্রযুক্তি ব্যবহার করে অস্ত্র যুক্ত করে ভুয়া ছবি তৈরি করা হয় এবং অন্তত ১০টি ফেক আইডি থেকে সেগুলো ছড়ানো হয়।”

তিনি বলেন, বালুমহল ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই তাকে টার্গেট করা হয়েছে। 

“আমার অপরাধ একটাই—আমি বালুমহল আর সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেছি।”

শওকত আলী রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি। 

ভুয়া ছবি ছড়ানোর বিষয়টি নজরে আসার পর তিনি রাঙ্গুনিয়া মডেল থানায় অনলাইন জিডি করেন। সেই জিডিতে ভুয়া আইডিগুলোর নাম ও লিংকও উল্লেখ করা হয়। একই সঙ্গে তিনি সেনাবাহিনীর ক্যাম্পেও লিখিত অভিযোগ দেন। শওকত আলীর দাবি, তার বিরুদ্ধে গ্রেপ্তারের আগ পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ ছিল না।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান, “সেনাবাহিনীর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়, যেখানে প্রাথমিক তথ্য ও সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল।”

ওসি আরও জানান, অভিযানের সময় শওকত আলীর কাছ থেকে কোনো অস্ত্র, গোলাবারুদ বা অবৈধ কিছুই উদ্ধার হয়নি এবং তার বিরুদ্ধে তখন কোনো সুনির্দিষ্ট মামলাও ছিল না। এ কারণে তাকে গ্রেপ্তার না দেখিয়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সুত্র: দ্য ডিসেন্ট

নদীতে কুমিরের আতঙ্কে পদ্মার তীরের মানুষ
  • ১৪ জানুয়ারি ২০২৬
সীমান্তে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ
  • ১৪ জানুয়ারি ২০২৬
মাধ্যমিক পর্যায়ে ভোলার ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হামিদ পারভেজ
  • ১৪ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জবিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
  • ১৪ জানুয়ারি ২০২৬
ভাইরাল হওয়া ভুয়া ছবির ভিত্তিতে ছাত্রদল নেতা গ্রেফতার, অত:পর…
  • ১৪ জানুয়ারি ২০২৬
হাদি, সৌম্যদের হত্যার বিচার হতেই হবে: বিএনপি মহাসচিব
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9