স্টামফোর্ড ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

অ্যালামনাই মিট অ্যান্ড গ্রীট
অ্যালামনাই মিট অ্যান্ড গ্রীট  © সংগৃহীত

স্মৃতি, আনন্দ আর গর্বের আবহে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রীট–২০২৫’। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত শত শত প্রাক্তন শিক্ষার্থী প্রাণের ক্যাম্পাসে ফিরে আসেন, যাদের উষ্ণ অভ্যর্থনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

বেলা ১১টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আহ্বায়ক প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া এবং সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান। এ ছাড়া ইমেরিটাস প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফারাহনাজ ফিরোজ বলেন, “বিশিষ্ট শিক্ষানুরাগী ড. এম. এ হান্নান ফিরোজ ও মিসেস ফাতিনাজ ফিরোজের হাত ধরে ২০০২ সালে যাত্রা শুরু করা স্টামফোর্ড ইউনিভার্সিটি আজ আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন করে আপনারা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম অর্জন করেছেন, যা আমাদের জন্য গর্বের।” তিনি আরও বলেন, “আপনাদের মেধা ও সাফল্যই আমাদের গৌরবের অন্যতম ভিত্তি।”

দুপুর ৩টায় মধ্যাহ্নভোজের পর আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী, যা প্রাক্তনদের মাঝে বাড়তি আনন্দের জোয়ার বইয়ে দেয়। দিনব্যাপী এ আয়োজনে অতীতের স্মৃতিচারণ, বন্ধুত্বের উষ্ণতা ও গৌরবের গল্পে মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল।

‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রীট–২০২৫’ ছিল শুধুই একটি মিলনমেলা নয়, বরং এটি ছিল স্টামফোর্ডের গৌরবগাঁথা স্মৃতির পুনর্জাগরণ ও ভবিষ্যতের অনুপ্রেরণার এক অনন্য উৎসব।


সর্বশেষ সংবাদ