ক্যালিফোর্নিয়ার পর টেক্সাসেও নামল সেনা, বাড়ছে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © রয়টার্স

ক্যালিফোর্নিয়ার পর এবার টেক্সাসেও নামানো হল সেনা। মার্কিন অভিবাসন নীতির বিরুদ্ধে দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে টেক্সাস প্রদেশের বিভিন্ন এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট।

গত কয়েকদিন ধরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, শিকাগো, সিয়াটেল, ডেনভার, সান ফ্রান্সিসকো, আটলান্টাসহ যুক্তরাষ্ট্রের একাধিক বড় শহরে।

টেক্সাসেও বিক্ষোভ ছড়ানোর আশঙ্কায় মঙ্গলবার (স্থানীয় সময় অনুযায়ী রাতের দিকে) গভর্নর অ্যাবট সামাজিক মাধ্যমে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রদেশের বিভিন্ন এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। যদিও ঠিক কোন বাহিনী মোতায়েন করা হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

অ্যাবট বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদ আইনি অধিকার। কিন্তু কোনও ব্যক্তি বা সম্পত্তির ক্ষতি করলে তা বেআইনি এবং গ্রেফতারের মুখে পড়তে হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষায় ন্যাশনাল গার্ড প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং স্থানীয় পুলিশকে সহায়তা করবে।’

সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে ‘নো কিংস’ নামে একটি সংগঠনের বিক্ষোভসহ আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। ডালাস শহরেও ইতিমধ্যে অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড এবং সাময়িকভাবে মার্কিন নৌবাহিনীর মেরিন ইউনিটও। শহরের কিছু স্পর্শকাতর এলাকায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফিউ জারি করেছেন মেয়র কারেন বাস।

লস অ্যাঞ্জেলেসে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে জনরোষ ক্রমেই তীব্র আকার নিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!