বাগেরহাটে যাত্রাবাহী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, বাস কাউন্টারকে জরিমানা
- বাগেরহাট প্রতিনিধি
- প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বলেশ্বর পরিবহনের কাউন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তড়িৎ চন্দ্র শীলের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এ সময় অন্যান্য পরিবহন কাউন্টারেও অভিযান চালানো হয়। দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোকে বিআরটিএ নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট বিক্রির নির্দেশ দেওয়া হয়। যাত্রীদেরও নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক জানান, ঈদ উপলক্ষে বলেশ্বর পরিবহন বাগেরহাট থেকে চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১৬০০ টাকা করে ভাড়া আদায় করছিল। অথচ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়া ছিল মাত্র ১১০০ টাকা। বর্তমানে বাগেরহাট থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৭১০ টাকা এবং চট্টগ্রামের ভাড়া ১১০০ টাকা।
অভিযানকালে বিআরটিএ বাগেরহাট কার্যালয়ের পরিদর্শক ওমর ফারুক এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।