স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

২১ জানুয়ারি ২০২৬, ১১:২৩ PM
স্বাস্থ্য অধিদপ্তরের অযৌক্তিক নির্দেশনার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

স্বাস্থ্য অধিদপ্তরের অযৌক্তিক নির্দেশনার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন © টিডিসি ফটো

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্যাথলজিক্যাল ল্যাব রিপোর্ট স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই মানববন্ধন কর্মসূচি পালন করে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর। 

মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানান, গত ৫ ই জানুয়ারি ২০২৬ তারিখে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্যাথলজি ল্যাবের জন্য জরুরি নির্দেশনার (স্মারক নং স্বঃ অধি/হাসঃ/নির্দেশনা/২০২৫/১৫) নির্দেশনা নং (৫) তে শুধুমাত্র বিএমডিসি রেজিস্টার্ড ডাক্তারগণ ল্যাব রিপোর্টে স্বাক্ষর করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। যা এই সেক্টরে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য চরম বৈষম্যমূলক বলে আখ্যা দেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণ করে বিভাগের শিক্ষার্থী তানজিনা আক্তার রিমি বলেন, আমরা আজ এখানে কোন অন্যায় দাবি নিয়ে দাঁড়ায়নি, অধিকারের কথা বলতে এসেছি। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে।

আরেক শিক্ষার্থী ফাইজা বিনতে রহমান ঐশী বলেন, ৫ আগস্টের পর কথা ছিলো বৈষম্য দূর হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। অবিলম্বে এ ধরনের অযৌক্তিক নির্দেশনা সরকারকে অবশ্যই বাতিল করতে হবে।

ইখতিয়ার আহমেদ লিখন বলেন, আমরা ডাক্তারদের বিরুদ্ধে নয়। বরং আমরা তাদের সাথে সম্মানের সহিত একইসাথে কাজ করতে চাই। কিন্তু তারা আমাদের বঞ্চিত করতেই এমন হীন নির্দেশনা দিয়েছে। তাই এই নির্দেশনা নিয়ে সরকারকে পুনরায় ভাবার অনুরোধ করছি। 

প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সুবোধ কুমার সরকার বলেন, সকলে দেশের স্বাস্থ্যখাতের বৃহত্তর স্বার্থে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে উক্ত স্মারকের ৫ নং অনুচ্ছেদটি অবিলম্বে বাতিল/সংশোধন করতে হবে। রেজিস্টার্ড ডাক্তারগণের সাথে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট ও সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীদের ডায়াগনস্টিক রিপোর্টে স্বাক্ষর প্রদানের বৈধতা দিয়ে নতুন নির্দেশনা জারি করতে হবে। 

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, এই অন্যায় সিদ্ধান্ত বাতিলের জন্য আমরা যে যে পথ অবলম্বন করা দরকার আমরা সব করবো। প্রয়োজনে সরকারের উপযুক্ত মহলে যোগাযোগ করে এই সিদ্ধান্ত বাতিলের চেষ্টা করতে হবে। যেকোন মূল্যে আমাদের অধিকার ফিরিয়ে আনতে হবে ও দিতে হবে।

এ সময় উক্ত সমাবেশে শিক্ষকদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন ড. মো. মনিরুল ইসলাম। এছাড়া উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬