বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শৌচাগারে ‘জয় বাংলা’ স্লোগান 

শাবিপ্রবি

শৌচাগারের দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখাসংবলিত পোস্টার
শৌচাগারের দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখাসংবলিত পোস্টার  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের তিনতলার ৩২৩ নম্বর কক্ষের পাশের একটি শৌচাগারের দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখাসংবলিত একটি পোস্টার টানানো হয়েছে। তবে কে বা কারা এটি করেছেন নিশ্চিত হতে পারেননি হল প্রশাসন।

সোমবার (৩ নভেম্বর) রাত ১১টা ১২ মিনিটে বিষয়টির একটি ভিডিও ফুটেজ প্রতিবেদককে পাঠান শাবিপ্রবি ছাত্রলীগের এক নেতা। যিনি জুলাই গণঅভ্যুত্থানে হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে ঘটনাটির প্রমাণও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই বহিষ্কৃত নেতার নির্দেশেই কেউ পোস্টারটি টানিয়ে ভিডিও ধারণ করে তাকে পাঠিয়েছে।

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানান, কে পোস্টারটি টানিয়েছে তা তারা দেখেননি এবং এ বিষয়ে তারা কিছুই জানেন না।

এ বিষয়ে সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তোমার কাছ থেকেই প্রথম জানলাম। আমি বিষয়টি দেখছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে যিনি বা যারা এ কাজ করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

পরবর্তীতে রাত ১২টার দিকে প্রাধ্যক্ষের নির্দেশে পোস্টারটি সরিয়ে ফেলা হয়।


সর্বশেষ সংবাদ