শাবিপ্রবিতে ছাত্রীসংস্থার উদ্যােগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ৫ নভেম্বর
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:০৩ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার উদ্যােগে 'ফ্রি মেডিকেল ক্যাম্প-২৫' এর আয়োজন করা হয়েছে। আগামী মাসের ৫ নভেম্বর মুক্তমঞ্ছের সামনে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রীসংস্থা শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে থাকবে চেকআপ কর্নার যেখানে ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেসার, উচ্চতা ও ওজন পরিমাপ, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, ব্রেস্ট অ্যান্ড সার্ভিক্যাল ক্যান্সার অ্যাওয়ারনেস কার্যক্রম।
আরও পড়ুন: আবেদনেরই অযোগ্য, তথ্য গোপন করে ইবির প্রভাষক হচ্ছেন জাবি কর্মকর্তা হাফিজুর
মেডিকেল ক্যাম্পের স্টলে থাকবে কয়েকটি কর্নার যেখান থেকে নারী শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকবে। তার মধ্যে রয়েছে- ফ্রি ঔষধ কর্নার, প্রকাশনা কর্নার, মেহেদী কর্নাট, টুকিটাকি কর্নার ও বুটিক কর্নার।
এ ছাড়াও দিনব্যাপী এই কর্মসূচিতে নাটিকা, গীতি আলেখ্য ও রম্য বিতর্ক কালচারাল সেগমেন্টের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন সংগঠনটি।
এ বিষয়ে সভানেত্রী আমিনা বেগম বলেন, ‘আগামী মাসে আমরা নারী শিক্ষার্থীদের জন্য একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে যাচ্ছি। যেখানে নারী শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি প্রাথমিক রোগ নির্ণয় করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আবাসিক হলের নারী শিক্ষার্থীরা বাহিরে গিয়ে স্বাস্থ্যসেবা নেওয়ার সময় কিংবা আর্থিক সক্ষমতা হয়ে ওঠে না, তাই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।’