জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের পাশে পিসি কলেজ ছাত্রশিবির

ভর্তিচ্ছুদের পাশে পিসি কলেজ ছাত্রশিবিরের তথ্যকেন্দ্র
ভর্তিচ্ছুদের পাশে পিসি কলেজ ছাত্রশিবিরের তথ্যকেন্দ্র  © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমী এক স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নিয়েছে বাগেরহাট জেলা ছাত্রশিবির। শনিবার (৩১ মে) সকাল থেকে জেলার অন্যতম বিদ্যাপীঠ সরকারি প্রফুল্ল চন্দ্র পিসি কলেজ প্রাঙ্গণে ছাত্রশিবিরের তিনটি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার একটি হেল্প ডেক্স স্থাপন করা হয়।

এই হেল্প ডেক্সগুলোতে পরীক্ষার্থীদের নানামুখী তথ্য সহায়তা, পরীক্ষাকেন্দ্র খুঁজে পেতে দিকনির্দেশনা, পানীয় জল সরবরাহ এবং মানসিক উৎসাহ প্রদান করা হয়। শিক্ষার্থীদের সহযোগিতায় সারাদিন কাজ করেছেন ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার নেতাকর্মীরা।

সরকারি পিসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ‘ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যেন কোনো প্রকার হয়রানি বা দুর্ভোগের শিকার না হন, সে লক্ষ্যে আমরা হেল্প ডেক্স চালু করেছি। শিক্ষার্থীদের পাশে থাকার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

হেল্প ডেক্স স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি রনি হাওলাদার, অর্থ সম্পাদক আব্দুর রহমান, এবং ছাত্রনেতা নাঈম চাকলাদার, আবদুল আওয়াল, ওমর ফারুক ও ফাহাদ।

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার পিসি কলেজ শাখার ইনচার্জ সুমাইয়া ইয়াসমিন মুমু, সরকারি ইনচার্জ ফাতেমা আক্তার মিম-সহ সংস্থাটির অন্যান্য নেত্রীবৃন্দও উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা এক শিক্ষার্থী তন্মি বলেন, ‘আমি প্রথমবার কলেজ ক্যাম্পাসে এসেছি। কোথায় কোন বিল্ডিং বুঝতে পারছিলাম না। কিন্তু হেল্প ডেক্সের রেজুয়ান ভাই আর ইয়ামিন ভাই আমাকে দারুণভাবে সহযোগিতা করেছেন। খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি।’

শুধু শিক্ষার্থীই নয়, অভিভাবকদের কাছেও এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। অভিভাবক মোহাম্মদ আব্দুল কালাম বলেন, ‘বাচ্চাদের সুরক্ষা, সঠিক তথ্য পাওয়া এবং স্বস্তির পরিবেশ তৈরিতে এই ধরনের হেল্প ডেক্স খুব কার্যকর। ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।’

অন্য এক অভিভাবক খাদিজা বেগম বলেন, ‘আমার মেয়েকে নিয়ে আসতে অনেক দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু এখানে এসে এত সুন্দর ব্যবস্থাপনা দেখে শান্তি লাগছে।’


সর্বশেষ সংবাদ