ছাত্রীসংস্থার উদ্যোগে রাজশাহী কলেজে স্বাস্থ্যসেবা

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ PM
ছাত্রীসংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প

ছাত্রীসংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প © টিডিসি ফটো

নারী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা রাজশাহী কলেজ শাখার উদ্যোগে এই আয়োজন শুরু হয়েছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এবং চলবে বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত।

ক্যাম্পের মূল আকর্ষণ ছিল নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান। দন্ত্য, চর্ম, গাইনী ও যৌন স্বাস্থ্যসহ বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে ছিলেন অভিজ্ঞ নারী চিকিৎসকরা। চিকিৎসা শেষে আলাদা ওষুধ কর্ণার থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ।

আরও পড়ুন: যশোরে ৪টি স্বর্ণের বারসহ যুবক আটক

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘আমরা মেয়েরা অনেক সময় শারীরিক সমস্যার কথা কারো সঙ্গে বলতে পারি না। কিন্তু এখানে নারী ডাক্তারদের কাছে সহজেই সবকিছু বলতে পারছি। বিনামূল্যে ওষুধও পাচ্ছি। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এটি সত্যিই অনেক বড় সহায়তা।’

তৃতীয় বর্ষের ছাত্রী নাহিদা সুলতানা জানান, ‘চর্মরোগে ভুগছিলাম অনেক দিন। এখানে চিকিৎসকরা আন্তরিকভাবে আমার সমস্যা শুনেছেন এবং সঠিক চিকিৎসা দিয়েছেন। টাকা খরচ ছাড়াই এমন সেবা পাওয়া সত্যিই আশ্চর্যজনক। আমি বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ও দন্ত্য চিকিৎসক ডা. সিরাজা মুনিরা বলেন, ‘বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার এ আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। কলেজ প্রাঙ্গণে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এছাড়া আগামী সাত দিন ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে চিকিৎসা নিতে পারবেন।’

বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা রাজশাহী কলেজ শাখার সভানেত্রী মোসা. জোবায়দা জারা বলেন, ‘আমরা চাই নারী শিক্ষার্থীরা শুধু শিক্ষায় নয়, সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তিতেও সমৃদ্ধ হোক। এজন্যই এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমাদের বিশ্বাস, এই ক্যাম্প শিক্ষার্থীদের স্বাস্থ্য সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আমরা এরকম মানবিক কার্যক্রম চালিয়ে যাব।’

রাজশাহী কলেজ প্রাঙ্গণ এই দুই দিনে শিক্ষার্থীদের আস্থা ও কৃতজ্ঞতায় মুখরিত হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, ছাত্রীসংস্থার এই উদ্যোগ অন্য ছাত্র সংগঠনের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9