শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০২:০০ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০২:০৬ PM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আগামী বছর ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।'
তথ্যমতে, বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা প্রসারের জন্য বাংলাদেশের নবম বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশের প্রথম বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রকৌশল বিষয়ে অগ্রগামী গবেষণা এবং শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশে প্রথমবারের মত সমন্বিত সম্মান কোর্স চালু করার পাশাপাশি ১৯৯৬-৯৭ সেশন থেকে স্নাতক কোর্সে সেমিস্টার পদ্ধতির প্রবর্তন করে। এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়; যা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সেকেন্ড মেজর সুবিধা প্রদান করে।
শাবিপ্রবি শুধু সিলেট নয়, গোটা দেশের তরুণ প্রজন্মের কাছে এক স্বপ্নের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার প্রসার, আন্তঃবিভাগীয় গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থীর নিবিড় সম্পর্ক—এই তিনটি উপাদানই বিশ্ববিদ্যালয়টির সাফল্যের মূলভিত্তি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল—বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞানের প্রসার ঘটানো এবং দেশের প্রতিটি অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের একত্রে এনে একটি প্রাণবন্ত একাডেমিক পরিবেশ গড়ে তোলা।