যবিপ্রবিতে উচ্চশিক্ষা গমন ও প্রত্যাবর্তন উপলক্ষে শিক্ষকদের সংবর্ধনা

২৭ জুলাই ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৭:১৬ AM
যবিপ্রবির টিএসসি ভবনের চতুর্থ তলায় শুভেচ্ছা ও সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান হয়

যবিপ্রবির টিএসসি ভবনের চতুর্থ তলায় শুভেচ্ছা ও সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান হয় © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষকদের উচ্চশিক্ষা যাত্রাকে সম্মান জানাতে আয়োজিত হলো ‘শুভেচ্ছা ও সংবর্ধনা-২০২৫’। দেশ ও জাতির উন্নয়নে শিক্ষকদের উচ্চতর শিক্ষা অর্জনকে উৎসাহিত করতে এবং বিদেশ থেকে ফিরে আসা শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে এই আয়োজন করে যবিপ্রবি প্রশাসন। অনুষ্ঠানে উচ্চশিক্ষায় গমনকারী ও উচ্চশিক্ষা শেষে কর্মস্থলে যোগদানকারী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, উপহার প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আজ রবিবার (২৭ জুলাই) দুপুর ২টায় যবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের চতুর্থ তলায় উচ্চশিক্ষার জন্য গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে যোগদানকৃত শিক্ষকবৃন্দের শুভেচ্ছা ও সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।   

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, ‘শিক্ষকরা জাতির প্রকৃত স্থপতি। তাদের উচ্চশিক্ষায় গমন এবং উচ্চতর জ্ঞান অর্জন আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে। আজকের অনুষ্ঠান তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার এক ক্ষুদ্র প্রকাশ। শিক্ষকদের গবেষণালদ্ধ জ্ঞান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় আরও এগিয়ে নিয়ে যাবে।’

অনুষ্ঠানে উচ্চশিক্ষায় গমনকারী শিক্ষকরনা এবং উচ্চশিক্ষা শেষে পুনরায় কর্মস্থলে যোগদানকৃত শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। একইসাথে উচ্চশিক্ষা শেষে ফিরে আসা শিক্ষকদের অভিজ্ঞতা ও উচ্চশিক্ষায় গমনকারী শিক্ষকদের অনুভূতি প্রকাশে সুযোগ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

 

বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কঠিনতম বক্তৃতাতেও বেগম জিয়ার রাজনৈতিক সংস্কৃতি থেকে সরলেন ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫