যবিপ্রবিতে ডেটাভিত্তিক মার্কেটিং নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়   © টিডিসি

বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বাস্তব কাজ করা মার্কেটিং পেশাজীবীদের অভিজ্ঞতা আদান-প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মার্কেটিং বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘ন্যাশনাল কনফারেন্স অন ডেটা ড্রাইভেন মার্কেটিং: ইনসাইটস ফরম একাডেমিশিয়ানস অ্যান্ড প্র্যাক্টিশনারস’ শীর্ষক এ জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। 

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, ‘গবেষক ও পেশাজীবীদের মিশ্রণে কনফারেন্সটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। আমাদের লক্ষ্য একাডেমিক ও ইন্ড্রাস্ট্রিয়াল এই দুইয়ের সমন্বয়ে ও পারষ্পরিক সহযোগিতায় যবিপ্রবি সামনের দিকে এগিয়ে যাবে। শিক্ষার্থীরা হাতে কলমে জানতে ও শিখতে পারবে। এতে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তিতে পরিণত হবে এবং এই জাতিকে সুন্দর ও সম্ভাবনাময় একটি দেশ উপহার দেবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যবিপ্রবি বাংলাদেশের মধ্যে একাডেমিয়া ও গবেষণায় একটি ব্রান্ড। দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণায় যবিপ্রবি তার সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এই ধারা আরও ঊর্ধ্বমুখী করার জন্য তোমাদের আরও গবেষণায় এগিয়ে আসতে হবে। তোমাদের মাধ্যমে দেশ ও বিশ্বে মার্কেটিংয়ের স্ট্রাটেজি পরিবর্তন হবে। তোমরা আগামীতে মার্কেটিং সেক্টরে নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি।’

আরও পড়ুন: চিকিৎসাধীন ২ ছাত্রের মৃত্যু, দগ্ধ হয়ে লড়ছেন আরও অনেক শিক্ষার্থী

কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড এক্সিকিউটিভ (ফুড) মো. কামরুল ইসলাম। বক্তারা গবেষণা ও বাস্তব কাজ করা মার্কেটিং পেশাজীবীদের অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ গবেষণালদ্ধ তথ্য স্লাইড আকারে বিস্তারিত তুলে ধরেন। 

কনফারেন্সে বিকেল ৪টায় শুরু হয় অ্যাডভার্টাইজ তৈরির প্রতিযোগিতা। এতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরপর সাড়ে ৪টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কনফারেন্সে বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, কনফারেন্সের আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম শরিফুল হক। অনুষ্ঠানে যবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান পরিচালনা করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অহনা আরমিন মেধা, তাসমিম বুশরা সায়মা, অনিক রায় ও হোসাইন আল মাহমুদ সাজিদ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence