নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন

০১ জুলাই ২০২৫, ০৬:২০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৫:০৩ PM
জুলাই বিপ্লব উদযাপনে যবিপ্রবিতে র‌্যালি বের করা হয়

জুলাই বিপ্লব উদযাপনে যবিপ্রবিতে র‌্যালি বের করা হয় © টিডিসি

র‌্যালি, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুলাই বিপ্লব উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় যবিপ্রবির প্রধান ফটক থেকে র‌্যালির মধ্য দিয়ে জুলাই বিপ্লব উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। 

র‌্যালি শেষে যবিপ্রবির অধ্যাপক ড. মো. শরীফ হোসেন গ্যালারিতে শুরু হয় ‘জুলাই বিপ্লব এবং নতুন বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন।

যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) জুলাই বিপ্লবের তাৎপর্য উল্লেখ করে বলেন, ‘জুলাই বিপ্লবের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছে তাদের আশু সুস্থতা কামনা করছি। জুলাই যোদ্ধাদের কথা স্মরণ করলেই নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা পাই। অনেক সংগ্রাম ও ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তাদের এ ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়। তবে যদি আমরা সবাই একতাবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিয়ে এ দেশকে আদর্শ দেশ হিসেবে গড়তে পারি, তাহলেই তাদের এই আত্মত্যাগ সফল হবে। বৈষম্যহীন ও শোষণহীন দেশ গড়াই হোক আমাদের নতুন দিনের অঙ্গীকার।’

আলোচনা সভা শেষে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও যারা অসুস্থ রয়েছে সেসব বীরের আশু সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এ ছাড়া যবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে।

আরও পড়ুন: বন্ধুত্ব থেকে বিয়ে, এবার একসঙ্গে বিসিএস ক্যাডার 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য দেন যবিপ্রবির সাংবাদিক সমিতির সভাপতি মো. ওয়াশিম আকরাম, দপ্তর সম্পাদক মো. মোতালেব হোসাইন, পিইএসএস বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন, আইপিই বিভাগের শিক্ষার্থী মো. সামিউল আজিম, গণিত বিভাগরে শিক্ষার্থী মো. সুমন আলী, ইএসটি বিভাগের শিক্ষার্থী হাবীব আহমেদ শান, এফই বিভাগের শিক্ষার্থী মো. তপু ইসলাম, জিইবিটি বিভাগের শিক্ষার্থী সামিউল আলিম সামি, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, মডার্ন ফিস হ্যাচারী অ্যান্ড ওয়েট ল্যাবের ল্যাব টেকনিশিয়ান মো. জামাদুল ইসলাম জিম। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রভাষক মো. শাহানুর রহমান শুভ।

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ১৮ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকার অবস্থান কত?
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিএনপির ‘ত্যাগী কর্মী’ দাবি করায় সভায় হট্টগোল, ফেরার পথে পি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা চালুর দিকে যাচ্ছে ইরান
  • ১৮ জানুয়ারি ২০২৬
ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনের মধ্যে গ্রিনল্যান্ড বিক্রি না করলে ২৫ শতাংশ শুল্কের হু…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9