চুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮২.৩ শতাংশ

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) চুয়েট কেন্দ্র এবং ৪টি উপকেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ভর্তিচ্ছু পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮২.৩ শতাংশ।

উপকেন্দ্র ৪টি হলো- চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

জানা যায়, ১১টি সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি আসনের বিপরীতে মোট ২০ হাজার ১২২ জন পরীক্ষার্থী ছিলেন। ভর্তি পরীক্ষাটি ‘ক’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং ‘খ’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ‘ক’ গ্রুপে মোট ১৮ হাজার ৪৮১ জন এবং ‘খ’ গ্রুপে মোট ১ হাজার ৬৪১ জন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। যার মধ্যে চুয়েট কেন্দ্রে অংশ নেন বাছাইকৃত শিক্ষার্থীদের ৮৭ শতাংশ। পাশাপাশি চুয়েট কেন্দ্র ও উপকেন্দ্র গুলোতে মোট উপস্থিত ভর্তিচ্ছু পরীক্ষার্থী ৮২.৩ শতাংশ।

এবার ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপের (মুক্তহস্ত অঙ্কন) পরীক্ষা দ্বিতীয় পর্বে দুপুর ১২:৪৫টা থেকে ১:৪৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এদিকে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া সকাল ১১টায় চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় ভর্তি কমিটির সভাপতি চুয়েট পুর ও পরিবেশে কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের পাঠ্যসূচি অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের ৫০০ নম্বরের লিখিত পরীক্ষার পাশাপাশি অংশগ্রহণ করতে হবে ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায়। প্রসঙ্গত, এবার প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিয়েছে চুয়েট কর্তৃপক্ষ।

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬