ভর্তি পরীক্ষা উপলক্ষে নতুন সাজে চুয়েট, উৎসবমুখর ক্যাম্পাস

চুয়েটের সড়কে আঁকা হচ্ছে আলপনা
চুয়েটের সড়কে আঁকা হচ্ছে আলপনা  © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ  অনুষ্ঠিত হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে নানান আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। পরীক্ষার্থীদের স্বাগত জানাতে এবং তাদের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

জানা গেছে, চুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নতুন সাজে সজ্জিত হয়েছে। পরীক্ষার্থীদের জন্য এটি শুধু একটি পরীক্ষা নয়, বরং ভবিষ্যৎ প্রকৌশলী হওয়ার প্রথম ধাপ। চুয়েট পরিবার পরীক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, আঞ্চলিক ও গবেষণাধর্মী সংগঠনগুলো মিলে ক্যাম্পাসের সড়কজুড়ে আলপনা একেছেনে। এ ধরনের কর্মকান্ড ক্যাম্পাসের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতাও তুলে ধরেছে।

বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী তুসার আহমেদ বলেন, ভর্তি পরীক্ষা আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবের মতো। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে আসে। আমরা চেষ্টা করি, যাতে তাদের কোনো সমস্যা না হয়। তাই স্বেচ্ছাসেবকসহ সবাই তাদের সহযোগিতায় নিয়োজিত থাকে। আমরাও রাস্তায় আঁকাআঁকি থেকে শুরু করে বিভিন্ন আপ্যায়নের মাধ্যমে ক্যাম্পাসকে তুলে ধরার চেষ্টা করি।

আরো পড়ুন: চুয়েটের ভর্তি পরীক্ষা শুরু আজ, পুলিশের বিশেষ ট্রাফিক নির্দেশনা

মূল ফটকের সামনের সড়কে অনুষদের লোগো অঙ্কণ করা নগর ও পরিকল্পনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জামিল হাসান বলেন, নবীনদের কাছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে একটু ভিন্নভাবে তুলে ধরতে চাই। যাতে তাদের কাছে পরিবেশটা উৎসবমূখর মনে হয়। প্রাণবন্ত মনে হয়। তাই এত আয়োজন।

উল্লেখ্য, পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য বিভিন্ন আঞ্চলিক ফোরাম ও সংগঠন স্টল স্থাপন করেছে। যেখানে দিকনির্দেশনা, পরীক্ষার হলে যাওয়ার সহায়তা, বিশ্রামের ব্যবস্থা, সুপেয় পানি ও প্রয়োজনীয় তথ্য প্রদানের ব্যবস্থা রয়েছে। স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা পরীক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছেন বলে জানা যায়। এতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিশ্চিন্তে ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence