প্রথমবারের মতো স্থায়ী রেজিস্ট্রার পেল নোবিপ্রবি

৩০ নভেম্বর ২০২৩, ০৮:৫৬ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
মোহাম্মদ জসীম উদ্দিন

মোহাম্মদ জসীম উদ্দিন © সংগৃহীত

প্রতিষ্ঠার ১৮ বছর পেরোলেও কখনো স্থায়ী রেজিস্ট্রার ছিল না নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)। নতুন নিয়োগকৃত স্থায়ী রেজিস্ট্রার হলেন মোহাম্মদ জসীম উদ্দিন। অবশেষে মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রথমবারের মতো  স্থায়ী রেজিস্ট্রার হিসেবে মোহাম্মদ জসীম উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন।

বিশ্বদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বুধবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন সময় খণ্ডকালীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিয়ে চললেও প্রথম স্থায়ী রেজিস্ট্রার পাওয়ায় খুশি ও আনন্দিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

অধ্যাপক দিদার-উল-আলম বলেন, গত ২৫ নভেম্বর বাছাই বোর্ডের সুপারিশ এবং রিজেন্ট বোর্ডের ৫৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে মোহাম্মদ জসীম উদ্দিনকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি কাজ করবেন। মোহাম্মদ জসীম উদ্দিনকে স্থায়ী রেজিস্ট্রার পাওয়ায় আমরা সবাই আনন্দিত।

যোগদানের পর বিশ্বদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় বিশ্বদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমাকে নোবিপ্রবির রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়ায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার প্রশাসনের সবাইকে সঙ্গে নিয়ে সেসব করতে চাই।

মোহাম্মদ জসীম উদ্দিনের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকরির প্রায় দুই দশকের প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১২ সালের ১৫ মার্চ নোবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রার পদে যোগদান করেন।

তিনি ২০২১ সালের ১ অক্টোবর থেকে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি থেকে নোবিপ্রবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে দায়িত্ব পালন করেন। নোবিপ্রবিতে যোগদানের আগে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬
একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬