শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক ফরহাদ আলী

অধ্যাপক মো. ফরহাদ আলী
অধ্যাপক মো. ফরহাদ আলী  © সম্পাদিত

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক মো. ফরহাদ আলী। বুধবার (২ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

১৬তম বিসিএসের (সাধারণ শিক্ষা ক্যাডার) মাধ্যমে ১৯৯৬ সালে ফেনীর পরশুরাম সরকারি কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন ফরহাদ আলী। শ্রীবরদী সরকারি কলেজ তাঁর পঞ্চম কর্মস্থল হলেও তিনি ২০০৯ সাল থেকে এখানে কর্মরত আছেন। দীর্ঘদিনের দায়িত্ব পালনে কলেজটি হয়ে উঠেছে তাঁর আপন একটি প্রতিষ্ঠান।

নতুন দায়িত্ব নিয়ে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক মো. ফরহাদ আলী বলেন, ‘শিক্ষা ক্যাডারে সবারই সুপ্ত বাসনা থাকে অধ্যক্ষ হওয়ার। আমি হতে পেরেছি—এটা আমার জন্য আনন্দের। আগেও মেলান্দহ সরকারি কলেজে দেড় বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যতদিন এই কলেজে থাকব, নিজের প্রতিষ্ঠান মনে করেই উন্নয়নের চেষ্টা করব।’

আরও পড়ুন: জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে ও সাহস সঞ্চারণে ১০ প্ল্যাটফর্ম

কলেজ সূত্রে জানা গেছে, অধ্যাপক ফরহাদ আলী আগামী সোমবার নতুন পদে যোগদান করবেন। তাঁর এই নিয়োগে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, অভিজ্ঞ এ শিক্ষকের নেতৃত্বে কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ আরও গতিশীল হবে।


সর্বশেষ সংবাদ