মাধ্যমিকে পরীক্ষা অব্যাহত রাখার নির্দেশ, বিঘ্ন সৃষ্টিকারীদের তথ্য চাইল মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

মাধ্যমিকে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সরকারি স্কুল অ্যাণ্ড কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বিঘ্ন সৃষ্টি হলে সরেজমিনে তদন্ত করে জড়িতদের নাম, পদবি ও কর্মস্থলের তথ্য আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠাতে বলা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা চলমান রাখার জন্য এ বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানসমূহের চলমান বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা-২০২৫ যথারীতি অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সারাদেশের সরকারি স্কুল অ্যাণ্ড কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ভর্তির আগেই এক বছরের সেশনজটে সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা 

উক্ত পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে গ্রহণে সহযোগিতা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পরীক্ষা গ্রহণে কোন বিঘ্ন সৃষ্টি হলে সরেজমিনে তদন্ত করে বিঘ্ন সৃষ্টিকারীদের নাম, পদবী ও কর্মস্থলের তথ্য আঞ্চলিক উপপরিচালক এর মাধ্যমে ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা’ বরাবর প্রেরণ করতে হবে।


সর্বশেষ সংবাদ