নভেম্বরের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানাল মাউশি

মাউশি লোগো
মাউশি লোগো  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর নভেম্বর মাসের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজ বৃহস্পতিবার এমপিওর বিল সাবমিটের সময় শেষ হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন (ইএমআইএস) সেল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলর এক কর্মকর্তা বলেন, ‘প্রতিষ্ঠানগুলো নভেম্বরের বিল সাবমিটের কাজ প্রায় শেষ করেছে। যেহেতু আজ বৃহস্পতিবারও বিল সাবমিট করা যাবে। সেহেতু চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব পাঠানো সম্ভব হবে না। আগামী সপ্তাহের শুরুতেই আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে।


সর্বশেষ সংবাদ