সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ © টিডিসি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে এক পক্ষ ওই জমি দখলের চেষ্টা করলে অপর পক্ষ বাধা প্রদান করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো বাট্টা কাচারি মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের ২৬ জন আহত হয়েছেন এবং ১২ জন গুরুতর আহত হন এবং তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা।
আরও পড়ুন: শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা শেষে পুলিশে দিল ছাত্রদল নেতাকর্মীরা
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষের প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে; বাট্টা কাচারি মোড়ের বেশ কয়েকটি দোকানপাট আংশিকভাবে বন্ধ রয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এলাকাবাসী ও সচেতন মহল সরকারি জমি দখলের মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।