সুন্দরবনে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট পরিচালক উদ্ধার

০৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ AM
সুন্দরবন

সুন্দরবন © ফাইল ছবি

সুন্দরবনের খালে ভ্রমণে গিয়ে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট পরিচালককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (০৪ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে। খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, দাকোপের বানিয়াশান্তা ইউনিয়নে অবস্থিত রিসোর্টসংলগ্ন এলাকায় যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে সুন্দরবনে ভ্রমণে এসে বনদস্যুদের হাতে রিসোর্ট মালিকসহ তিন পর্যটক অপহৃত হন শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার সুন্দরবনসংলগ্ন কেনুর খাল থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতদের মুক্তির জন্য দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল।

আরও পড়ুন: মধ্যরাতে দুই ভূমিকম্পে কাপল দেশ, উৎপত্তিস্থল ছিল কোথায়?

স্থানীয় প্রশাসন ও বনবিভাগ সূত্র জানায়, শুক্রবার দুপুরে নারী-পুরুষসহ চার পর্যটক রাজধানী ঢাকা থেকে সুন্দরবনে ভ্রমণে আসেন। তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘গোল কানন’ রিসোর্টে বুকিং নিয়ে রাত যাপনের উদ্দেশ্যে অবস্থান করেন। বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক একটি নৌকায় করে বনের ছোট খালে ঘুরতে বের হন।

এ সময় রিসোর্টসংলগ্ন ওই খাল থেকে সশস্ত্র বনদস্যুরা নারীসহ পাঁচজনকে জিম্মি করে নিয়ে যায়। পরে রাতে দুই নারী পর্যটককে ছেড়ে দেওয়া হলেও রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে দস্যুরা। জিম্মি থাকা তিনজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে।

খুনের রাজনীতি বন্ধে ছাত্রজনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জাবি ছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬