ডিএমপি লোগো © সংগৃহীত
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৩ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— ১. মো. আইনাল হক (৪৮), ২. মো. আরিফুল ইসলাম (৪৩), ৩. ইমন হোসেন (২৫), ৪. সাকিবুল ইসলাম সুমন (২৬), ৫. মো. আলাল মিয়া (৩০), ৬. মো. শিমুল (২২), ৭. মো. শাকিল হোসেন নোমান (২৭), ৮. মো. তাওফিকুর রহমান (২৫), ৯. মো. রনি হায়দার মোল্লা (২৩)।
এছাড়াও ১০. মো. তুরান ইসলাম (২২), ১১. স্বপন মিয়া (২৮), ১২. মো. কাউসার (২৭), ১৩. মো. সোহেল হোসেন জুয়েল (২৮), ১৪. মো. আলী হোসেন (৪৫), ১৫. মো. শানু মিয়া (৪৫), ১৬. মো. সুমন মিয়া (২০) ও ১৭. মো. মিজু আহম্মেদ (২৬)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত এই ১৭ জনকে গ্রেপ্তার করার পর আজই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে ৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২ পুরিয়া হেরোইন, ১৫ পুরিয়া গাঁজা এবং ৩ বোতল হান্টার বিয়ার (HUNTER BEER) উদ্ধার করা হয়।
থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।