আওয়ামী লীগ-ছাত্রলীগ গ্রেপ্তার © সংগৃহীত
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে শুক্রবার (০২ জানুয়ারি) পর্যন্ত জেলার ১২টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— লিটন মিয়া, মো. আব্দুল রশিদ, মো. রিপন মিয়া, মো. আনোয়ার হোসেন, শাওন মিয়া, শামসুল হক, মো. রেজাউল করিম সাগর এবং মো. মেহেদী হাসান। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের পদধারী নেতাকর্মী এবং তারা প্রত্যেকেই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।
আরও পড়ুন: আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত, জানবেন যেভাবে
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইন-২০১৯, দণ্ডবিধি ১৮৬০, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮ এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যা চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিরা পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা করছিল। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার এজাহার থাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এই তৎপরতা অব্যাহত থাকবে।
আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, টাঙ্গাইল নিউজ, ছাত্রলীগ কর্মী আটক, পুলিশ অভিযান, সন্ত্রাসবিরোধী আইন, নাশকতার মামলা, টাঙ্গাইল জেলা পুলিশ, রাজনৈতিক সংবাদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।