মাদকের টাকা নিয়ে পারিবারিক কলহে বাবার ছুরিকাঘাতে যুবক নিহত
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ AM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ AM
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে মাদকের টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে বাবার ছুরিকাঘাতে সফিক হাওলাদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সফিক হাওলাদার ছিলেন পরিবারের একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে তিনি তিনবার রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসা নিলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মাদক সংক্রান্ত একটি মামলায় একবার কারাভোগও করেন তিনি। চলতি বছরের ৭ অক্টোবর কারাগারে যান এবং ১০ ডিসেম্বর মুক্তি পেয়ে বাড়িতে ফেরেন।
বাড়ি ফেরার পর থেকেই সফিক মাদকের টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। সোমবার দুপুরে তিনি ঝালমুড়ি বিক্রেতা তার বাবা হারুন হাওলাদার (৫০)-এর কাছে আবারও টাকা দাবি করেন। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে সফিক তাকে মারধর করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে হারুন হাওলাদার কাঁচা মরিচ কাটার একটি ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন।
আরও পড়ুন: হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
ছুরিকাঘাতে গুরুতর আহত সফিক ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত বাবা হারুন হাওলাদার পালিয়ে যান।
নিহতের মা রাসেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সফিক আমাদের একমাত্র সন্তান। নেশার কারণে সে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। রিহ্যাবে চিকিৎসা নিয়েও ভালো হয়নি। জেল থেকে ফিরে এসে মাদকের টাকার জন্য আমাদের দুজনকেই মারধর করত। আজ সব শেষ হয়ে গেল।’
তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে মাদকাসক্ত ছেলের সঙ্গে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।