গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ PM
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বাশির (৪৫) নামের একটি হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার বিষয়টি নিশ্চিত করেন বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ।
গ্রেপ্তার বাশির বাসন থানার হক মার্কেট এলাকার মৃত ইমু মিয়ার ছেলে।
ওসি মো. হারুন অর রশিদ জানান, বাশিরের সঙ্গে একই এলাকার শরিফুল ইসলাম শরিফের (৩৮) জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি হক মার্কেট এলাকায় শরিফুলকে একা পেয়ে মারধর করে ধাক্কা দিয়ে একটি কাভার্ডভ্যানের নিচে ফেলে দেয় বাশির।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হলে স্বজনরা ৯ ফেব্রুয়ারি তাকে বাসায় নিয়ে আসেন। তবে পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুলের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার বাসন থানায় একটি হত্যা মামলা করে।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার সন্ধ্যায় বাসন থানাধীন লাঠিভাঙ্গা প্রাইমারি স্কুলের সামনের খেলার মাঠ এলাকা থেকে বাশিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে।