সাভারে গ্রেপ্তার ১২ আওয়ামী লীগ সংশ্লিষ্টের ছবি নিয়ে বিতর্ক, যা বললেন ওসি

১০ নভেম্বর ২০২৫, ০৩:৪০ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৪:১৩ PM
সাভারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মী গ্রেপ্তার

সাভারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মী গ্রেপ্তার © সংগ্রহীত

সাভার মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় গ্রেপ্তার পরবর্তী সময়ে থানার সামনে আসামিদের হাতে ব্যানার ধরিয়ে ছবি তোলা নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলায় বিতর্কের সৃষ্টি হয়েছে। সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে জবাবও দিয়েছে পুলিশ। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. পিয়ুশ (২১), রাব্বি (২০), শাকিল (২৪), সোহাগ (১৯), সালমান (২২), ফেরদৌস হোসেন রুবেল (২৮), ধামরাইয়ের বোয়াইল ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম (৩২), আওয়ামী লীগ কর্মী আমির হোসেন (৫০), কাউন্দিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিত্য বাবু রাজবংশী (৫৫), আওয়ামী লীগ কর্মী মো. টিপু সুলতান (২৭), সাভার উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য শামীম আহমেদ জয় (২৯), সাভার উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মো. মিজানুর রহমান ওরফে রাসেল (৪২)। তারা সবাই সাভার ও ধামরাইয়ের বাসিন্দা বলে জানা গেছে। 

গ্রেফতারের সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা, নাশকতার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, সরকারবিরোধী উসকানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: আমেরিকা ফেরত রিয়ানার স্বপ্ন চিরতরেই থামল সুন্দরবনের ঢেউয়ে, মরদেহ উদ্ধার

এ বিষয়ে জুয়েল মিঞা বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্রসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, এসময় আসামিদের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের অন্য নেতাদের ছবি সম্বলিত ১টি ডিজিটাল ব্যানার জব্দ করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ১২ ফুট ৩ ইঞ্চি, প্রস্থ ৩ ফুট ৩ ইঞ্চি। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আসামিদের ছবি তোলা ও প্রচার নিয় বিতর্ক, যা বলছেন ওসি: 

গ্রেপ্তার পরবর্তী সময়ে সাভার মডেল থানার সামনে আসামিদের হাতে ব্যানার ধরিয়ে ছবি তোলা নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলে বলছেন, থানার সামনে ব্যানার ধরিয়ে ছবি তুলে শুটিং করা হয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ওসি মো. জুয়েল মিঞা। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুটিকয়েক লোক এটিকে শুটিং বলছে। তারা মূলত আওয়ামী লীগের দালাল। তারা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতায় লিপ্ত। সরকারের প্রতিষ্ঠান যেন ফাংশন না করে সেজন্য একটা ‍গ্রুপ পেছনে লেগে আছে। আসামিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করলে সেগুলো সামনে রাখা হয়, মাদক উদ্ধার করলেও সামনে রাখা হয়। আর এই মুহুর্তে নিষিদ্ধ সংগঠনের ব্যান্যারও তো নিষিদ্ধ বস্তু, এটা উদ্ধার করলে কেন সামনে রাখা হবে না? 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন গোবিপ্রবির ৩২ শিক্ষ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ: অভিবাসী স্থগিত হলেও আওতামুক্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ গ্রেপ্তার
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন হাবিপ্রবির দুই শিক্ষার্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বয়সের আগেই পিরিয়ড, স্বাভাবিক নাকি বড় রোগের লক্ষণ?
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9