বিএনপির অফিসে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান, তিন কিশোর গ্রেপ্তার

০২ নভেম্বর ২০২৫, ০১:০০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঢুকে ‘জয় বাংলা’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তিন কিশোর হলো মঠবাড়িয়া উপজেলার পাঠাকাটা গ্রামের মো. আল আমিনের ছেলে অলি (১৫), মো. নূরুল হকের ছেলে রাকিবুল ইসলাম (১৫) এবং মো. খলিলুর রহমানের ছেলে মো. জুবায়ের (১৬)।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তিন কিশোর উপজেলার বড় হারজি এলাকায় ওয়ার্ড বিএনপি অফিসে বসে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওই তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা জানান, ঘটনাস্থলটি বিএনপির মূল কার্যালয় নয়; এখানে স্থানীয় লোকজন বসে। তারা বলেন, ‘কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ছবি টানিয়ে রেখেছেন। সুযোগ বুঝে একটি মহল ওই অফিসে কিশোরদের দিয়ে ঘটনাটি ঘটিয়েছে।’

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অফিসে অনধিকার প্রবেশ ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। পুলিশ মামলায় তিন কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরদের আটক করে থানায় আনে। এ ঘটনায় মামলা হয়েছে, অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।’

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
  • ০১ জানুয়ারি ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন শেষ ১২ জানুয়া…
  • ০১ জানুয়ারি ২০২৬
আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা
  • ০১ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে ৭ মাসে ৮ বার টানা ছুটির সুযোগ পাবেন সরকারি চাকরিজ…
  • ০১ জানুয়ারি ২০২৬
তাইওয়ানকে ফের চীনের অংশ করার প্রতিশ্রুতি দিলেন শি জিন পিং
  • ০১ জানুয়ারি ২০২৬
এখন থেকে পছন্দমতো বদলানো যাবে জিমেইল আইডি
  • ০১ জানুয়ারি ২০২৬