‘ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি’

০১ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ PM
রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী © টিডিসি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ১৮ মাসে নতুন করে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

শনিবার দুপুর একটার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এতে সভাপতিত্ব করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিআই) সাবেকপরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. লুৎফর রহমান। 

আমীর বলেন, সরকারের বিভিন্ন সেক্টরের নিয়ন্ত্রণ কমিয়ে পার্টনাশিপ। এনজিও বিভিন্ন সংগঠনের সঙ্গে মিলে কাজ করলে মানুষের ভোগান্তি কমবে। সব ব্যবসা-বাণিজ্য ঢাকাকেন্দ্রিক। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিটি অঞ্চলকে ক্ষমতায়ন করতে হবে। সব বিভাগের নিজস্ব উদ্ভাবনী ব্যবস্থা থাকতে হবে। রাজশাহীর উন্নয়নের সম্ভাবনাগুলো মাথায় নিয়েছি। এসব নিয়ে কাজ করা হবে।

তিনি বলেন, ‘অতীতের অর্থনৈতিক মডেল সাধারণ মানুষের জন্য কাজ করেনি, বরং একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে “সবার জন্য অর্থনীতি” চালু করবে, যাতে উন্নয়নের সুফল সবাই পায়। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, দেশের বর্তমান ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দুই থেকে তিনটি দলের মতামত জোর করে বিএনপির ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্ঠা চলছে। সে ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। যারা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত, বিলম্বিত, প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, ঐকমত্য হয়েছে, সইও হয়েছে, এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে। ঐকমত্য কমিশনের নিজস্ব মতামত আছে। তাদের মতামতের জন্য আনা হয়নি। জনগণের সিদ্ধান্ত জনগণকে সিদ্ধান্ত নিতে দিন।

আমীর খসরু, ‘ফ্যাস্টিস শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনোজগতের পরিবর্তন ঘটেছে। রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধি করতে হবে। এবার ক্ষমতায় যাওয়ার আগেই, আমরা পরিকল্পণার সব কাজ শেষ করে ফেলেছি৷ ক্ষমতায় যাওয়ার পরদিন থেকেই উন্নয়ন কাজ শুরু করবে বিএনপি। আমরা বড় বড় মেগা প্রজেক্ট করে টাকা পয়সা নষ্ট করবো না। শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে চায় বিএনপি।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের কথা বলি কিন্তু আমরা গণতান্ত্রিক চর্চা করি না। বিএনপি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চায়। আগামী প্রজন্ম যেন বিদেশ গিয়ে দক্ষ জনশক্তি হতে পারে, আয় এখনকার তুলনায় তিন চার গুণ বাড়ে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জের ব্যবসায়িক নেতারা।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হলেন ঢাবি শিক্ষার্থী রাসেল
  • ১৮ জানুয়ারি ২০২৬
মাহফুজ আলমের ভাইকে রামগঞ্জে এনসিপির প্রার্থী করায় জামায়াত ক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যশোরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী অপহরণ, আটক ৩
  • ১৮ জানুয়ারি ২০২৬
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের কাছে হারল বাংলাদেশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংপুরে গণপিটুনিতে নিহত ২, এবি পার্টির উপজেলা নেতা গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9