ভাইরাল সেই যুবকের চাকুটি উদ্ধার

২৫ অক্টোবর ২০২৫, ১০:০৯ AM
যুবক শাহ আলী শিকদার গ্রেপ্তার

যুবক শাহ আলী শিকদার গ্রেপ্তার © টিডিসি ফটো

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাকু দেখিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদারের (৩৫) হাতে থাকা চাকুটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) চাকুটি উদ্ধার করা হয়।  

ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাতে চাপাতিসহ প্লাটফর্মে আতঙ্ক তৈরি করছিল আলী। এই ঘটনা কেউ একজন রেকর্ড করে ফেসবুকে ছড়ালে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই যুবক। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে বিভিন্ন সময় নিজ এলাকাসহ জনাকীর্ণ স্থানে জনমনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন অপরাধে সে ইতোমধ্যে কয়েক মাস জেলও খেটেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ঘটনার দিন আটককৃত যুবক আকস্মিকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭নং প্লাটফর্মে জনমনে ভীতি সৃষ্টির লক্ষ্যে তার শরীরে লুকানো ধারালো চাপাতি প্রকাশ্যে বের করে শক্তির মহড়া দেয়।

উল্লেখ্য, ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারের পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটককৃত যুবকের এরূপ কর্মকাণ্ডে রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম ভাইরাল যুবককে গ্রেফতারে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। 

আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
 
প্রসঙ্গত, কমলাপুর রেলওয়ে স্টেশনে গত ১৫ অক্টোবর প্রকাশ্যে চাকু হাতে ওই যুবকের কাণ্ডে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। পরে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ২০ হাজার টাকা জরিমান জামায়াত প্রা…
  • ০২ জানুয়ারি ২০২৬
স্লাটশেমিংয়ের শিকার এনসিপি নেত্রী মিতু, প্রকৃত তথ্য তুলে ধর…
  • ০২ জানুয়ারি ২০২৬
জানুয়ারিজুড়ে শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ০২ জানুয়ারি ২০২৬
পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক ভিডিও, চাকরি থেকে …
  • ০২ জানুয়ারি ২০২৬
আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের নি…
  • ০২ জানুয়ারি ২০২৬
বিটিআরসি ভবনে হামলা-ভাংচুরের ঘটনার ব্যাখ্যা দিয়ে ব্যবসায়ীদে…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!